Tuesday, August 26, 2025

HC Update : মেয়াদ শেষ প্রকাশ শ্রীবাস্তবের, শুক্রবার থেকেই কাজ শুরু নতুন বিচারপতির!

Date:

Share post:

বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ তারিখে নিজের কার্যকালের মেয়াদ শেষ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava)। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করতে চলেছেন টি এস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)। প্রায় দেড় মাস আগে তাঁর নাম প্রস্তাবনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)। কেন্দ্রীয় আইনমন্ত্রক এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে বলে জানা যায়।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকালের মেয়াদ শেষ হল। তিনি ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে ছিলেন। মার্চ মাসের শেষ দিন থেকেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam) তাঁর কাজ শুরু করতে চলেছেন। উল্লেখ্য মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থেকে ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় আসেন শিবাগ্ননম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বিচারপতি টি এস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করে। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার দুবছর পর ২০১১ সালে স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে মাদ্রাজ হাইকোর্টে থেকে কলকাতা হাইকোর্টে আসেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মার্চের শেষ দিনেই কার্যভার গ্রহণ করতে চলেছেন টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...