Wednesday, January 14, 2026

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি !

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের হদিশ পেল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই দাবি করা হয়েছে। নিজের স্ত্রী-পুত্র তো বটেই, একাধিক ঘনিষ্ঠের অ্যাকাউন্টে অয়ন শীল কোটি কোটি টাকা পাচার করেছে বলে তদন্তে উঠে এসেছে। এমনকী ঘনিষ্ঠদের নামে প্রচুর সম্পত্তিও কিনেছেন তিনি। অয়ন ও তাঁর ঘনিষ্ঠদের ৫০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে সেই অ্যাকাউন্টগুলির যাবতীয় লেনদেন।

ইডির দাবি, রাজ্যে ও রাজ্যের বাইরে অয়ন শীলের সম্পত্তি রয়েছে। পেট্রল পাম্প, হোটেল, বিনোদন ব্যবসায় চাকরি বিক্রির টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। স্ত্রী-ছেলে ও ছেলের প্রেমিকার নামে তো বটেই, টাকা বিনিয়োগ করেছেন ঘনিষ্ঠদের নামেও। এব্যাপারে কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর ভূমিকাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সঙ্গে শমীক চৌধুরী নামে এক জীবন বিমা এজেন্টও রয়েছেন আতশকাচের তলায়।

গত ১৮ মার্চ হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের ঠিকানায় তল্লাশির সময় অয়ন শীলের সন্ধান পায় ইডি। প্রথমে তাঁকে চুঁচুড়ায় জেরা শুরু করেন গোয়েন্দারা। জানতে পারেন অয়নের বিধাননগরের ঠিকানা। ওই দিন বিকেল থেকে টানা ৩৭ ঘণ্টা অয়নের বিধাননগরের ঠিকানায় তল্লাশি চালান গোয়েন্দারা। এর পর ২০ মার্চ কাকভোরে অয়নকে গ্রেফতার করে নিয়ে যান তাঁরা। অয়নের বিধাননগরের দফতরে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা জানতে পেরেছেন স্কুলের চাকরি বিক্রির পাশাপাশি রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় চাকরি বিক্রিতে যুক্ত ছিলেন তিনি। এমনকী ছেলে ও তাঁর প্রেমিকার নামে কিনেছিলেন পেট্রল পাম্প।বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন অয়ন। শনিবার ফের তাকে আদালতে হাজির করানো হবে।সেদিন আদালতে অয়নের ১০০ কোটি সম্পত্তির কথা জানাবে ইডি।

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...