Saturday, May 3, 2025

কাদের স্বার্থে কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ? বাবুলের টুইট বাণে বিধ্বস্ত গেরুয়া শিবির

Date:

Share post:

শক্তিগড় শ্যুটআউটে নিহত কুখ্যাত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজেশ ওরফে রাজু ঝা। রাজুর মৃত্যুর পর তোলপাড় রাজ্য রাজনীতি। কাদের স্বার্থে কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ? বাবুল সুপ্রিয়র টুইট বাণে বিধ্বস্ত গেরুয়া শিবির। শনিবার রাত থেকে একের পর এক বিস্ফোরক টুইট করছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।

একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিল রাজু ৷ তখন আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। সেই সময় রাজুকে দলে নেওয়ার বিষয়ে প্রবল আপত্তি তুলেছিলেন বাবুল। কিন্তু কোনও এক অজানা কারণে দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয় কার্যত জোর করে গেরুয়া শিবিরে যোগদান করিয়ে ছিলেন রাজুকে। আর অনুঘটকের কাজ করেছিলে স্থানীয়রা এক প্রভাবশালী বিজেপি নেতা। যা ছিল দুর্ভাগ্যজনক।

কোনও মৃত্যুই কাম্য নয়, তাই বিজেপি নেতা রাজু ঝার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুল৷ পাশাপাশি তাঁর টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলের গায়ক-মন্ত্রী৷ তিনি লিখেছেন, “আইন ভাঙলে আদালতেই তার বিচার হওয়া উচিত ৷” কেন তিনি এমনটা লিখলেন ? টুইটেই খোলসা করেছেন বাবুল ৷ রাজ্যের মন্ত্রী লেখেন, “এটা লিখছি কারণ এই রাজু ঝাকে নিয়েই আমার সঙ্গে বঙ্গবিজেপির যাঁরা আজ বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ হয় ৷ রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করান দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয় ৷” এরপর বাবুল ইঙ্গিতপূর্ণ ভাবে লিখেছেন, “এবার এঁরা বলবেন ‘চিনি না’!” প্রসঙ্গত, রাজু ঝা ২০২০ সালে দুর্গাপুরের পলাশডিহায় বিজেপিতে নাম লেখায় ৷ তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ শনিবার রাতে শক্তিগড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কয়লা মাফিয়া তথা বিজেপি নেতার ৷ তারপর থেকে এখনও পর্যন্ত সহ-সভাপতি দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

এরপর রাজু ঝা’র সঙ্গে বিজেপির তাবড় নেতাদের সম্পর্ক নিয়ে একটি টুইট করেন বাবুল, “রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন ৷” পরের টুইটে আরও বিস্ফোরক বাবুল ৷ তাঁকে দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেছিল গেরুয়া শিবির ৷ তাঁর অভিযোগ, “আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নীচে ‘সৌজন্য রাজু ঝা’ লেখানো হয়েছিল ৷” তাই তাঁর দাবি, “প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডি তল্লাশি কেন হবে না !” তিনি আরও লেখেন, “২০১৯ সালে লোকসভা ভোটের আগে আসানসোলের সিগনেচার হোটেলে একটি মিটিং হয়েছিল ৷ সেই ঘরে কৈলাসজিও ছিলেন ৷ সবার সামনে আমায় বলা হয়েছিল যে ‘জয়দেব মন্ডল’ নামক ‘জনৈকের’ সাহায্য ছাড়া ২০১৯-এর আসানসোল জিততে পারব না ৷ তিনগুন ভোটে জিতে ওদের জবাব দিয়েছিলাম ৷ তখন সব দুষ্ট নেতা একসাথে খুব ‘দুঃখ’ পেয়েছিলেন ৷”

টুইটে বাবুলের আরও প্রশ্ন ,”এই বিজেপি নেতাদের ওপর CBI-ED raid কেন? যাদের বিরুদ্ধে হয়েছে, আদালতে তাদের মামলা আইনের পথে চলছে চলুক। কিন্তু এই ‘দুষ্টু’ লোকগুলি CBI-ED-র লিস্ট থেকে কি করে vanish হচ্ছে? আপনাদের মনে হয় কোনো Logical জবাব দিতে পারবে বিজেপি? লক্ষণ বলে একজন ‘দুষ্টু’ বিধায়ক, যে আসানসোলের সভাপতি হওয়ার জন্য আমার বাড়িতে সকাল থেকে বসে থাকতো, সেই কৈলাশবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে এবং দিলীপবাবুর সাথে রাজুর ব্যাপারটা ‘ব্রোকার’ করেছিল। আমি ছেড়ে দিতে তাই ৫ লাখি চড় মেরেছে ওদের আসানসোলের জনতা।”

আরও পড়ুন:কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ, কেন ইডি-সিবিআই হবে না? প্রশ্ন বাবুলের

 

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...