Saturday, November 29, 2025

শহিদ মিনারের ফাঁকা মঞ্চে একটি কাক, ঝাঁজ কমছে DA আন্দোলনের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাসঃ 

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘোরাফেরা করছে। যেখানে দেখা শহিদ মিনারে DA আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে একেবারে খাঁ খাঁ করছে। অস্থায়ী তাঁবুতে একাকী একটি কাক, তার বাইরে কারও দেখা নেই। ছবি বলে দিচ্ছে, ঝাঁজ কমছে DA আন্দোলনের। শহিদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অনেকেই ফিরে গিয়েছেন বাড়িতে। যোগ দিয়েছেন কাজে।

আরও পড়ুন:সিবিআই, ইডি নয়! মুখ্যমন্ত্রীর উপরই আস্থা রেখে চিঠি বিজেপি বিধায়কের

রাজনৈতিকভাবে প্রভাবিত গুটিকয়েক আন্দোলনকারী এখনও ধর্না মঞ্চে ঘুরঘুর করলেও সার্বিকভাবে এই আন্দোলনে আর মন নেই বেশিরভাগ সরকারি কর্মীর। আসলে তাঁরা বুঝতে পেরেছেন, DA আন্দোলনকারীদের কাঁধে বন্দুক রেখে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।সেই ফাঁদে আর পা ফেলতে চান না আন্দোলনকারীদের একটি বড় অংশ। তাই সংগ্রামী যৌথ মঞ্চ রাজনৈতিক মঞ্চ হয়ে ওঠায় অনেকেই সেই স্থান ত্যাগ করেছেন।


DA আন্দোলনকারীরা বুঝেছেন কেন্দ্রের বঞ্চনায় রাজ্যের কোষাগারে ভাঁড়ে মা ভবানী অবস্থা। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি মানবিক। তাই কষ্ট করে হলেও আরও ৩ শতাংশ DA তিনি দেওয়া শুরু করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে, যারা প্রতিপদে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, সেই বিজেপির নেতারা DA মঞ্চকে নিজেদের স্বার্থে ব্যবহার করে চলেছে। পিছিয়ে নেই বাম-কংগ্রেসও। মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি শূন্য পাওয়া দলের চারআনার কিছু নেতা সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য নিয়ম করে সেজেগুজে DA মঞ্চে গিয়ে ছবি তুলতে ব্যস্ত। তাই বিরোধীদের এইসব “ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই” টাইপ নেতাদের মুখ আর মুখোশের পার্থক্য বুঝে ফেলেছেন DA আন্দোলনকারীরাও। তাই সংগ্রামী যৌথ মঞ্চ
রাজনৈতিক মঞ্চ হয়ে ওঠায় অনেকেই আন্দোলন থেকে মুখ ফিরিয়েছেন।

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...