Wednesday, December 24, 2025

আলিপুরদুয়ারে অভিষেকের জনসভা ঘিরে তুঙ্গে কর্মী সমর্থকদের উন্মাদনা!

Date:

Share post:

শনিবার ৮ এপ্রিল আলিপুরদুয়ারে (Alipurduwar) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা রয়েছে। দুপুর ২টো নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মুখে অভিষেকের উত্তরবঙ্গের এই সভার দিকে তাকিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শনিবারের সভার জন্য সেজে উঠেছে মাঠ। সভামঞ্চের পিছনেই রয়েছে অস্থায়ী হেলিপ্যাড। শুক্রবার সেখানে ট্রায়াল রান করা হয়। কলকাতা থেকে চপারে করে সরাসরি আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই জনসভাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় কর্মী সমর্থকদের নতুন দায়িত্ব দেবেন নাকি অন্য কোন বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর, তা জানার আগ্রহ আলিপুরদুয়ারবাসীর।

মনে করা হচ্ছে আগামী মাসের শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। রাজ্যের বিরোধীতা শুভেন্দু অধিকারীর মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই যেকোনো মুহূর্তেই নির্বাচন কমিশনের তরফে ভোটের দিন ঘোষণা করা হতে পারে। এই অবস্থায় দলের নেতা-কর্মীদের উৎসাহ দিতে এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার লক্ষ্যে উত্তরবঙ্গে সফরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, আলিপুরদুয়ার (Alipuduwar) থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বলে তৃণমূল সূত্রে খবর। আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠে তাঁর বিশাল এই জনসভার আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের এই জেলায় বেশি নজর শাসকদলের। যেখানে পদ্মশিবিরের পালে হাওয়া লেগেছিল, সেখানেই তাদের ভিত নড়িয়ে দিয়ে জোড়াফুল ফোটাতে চান অভিষেক। তাঁর সভা ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। এর আগে কোচবিহারের মাথাভাঙার সভা থেকে দলের জেলার নেতাদের একাধিক নির্দেশ দিয়েছিলেন অভিষেক। বিএসএফের গুলিতে নিহত হওয়া রাজবংশী যুবক প্রেমকুমার বর্মণের বাবা-মাকে আচমকা মঞ্চে তুলে এনেছিলেন তিনি। শনিবারে সভাতেও তেমন কোনও ‘অপ্রত্যাশিত ঘটনা’ ঘটে কি না, সে দিকে নজর রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

ব্যাটিং বিক্রমে দুরন্ত জয়, প্রথম ম্যাচেই চিন্তা বাড়ালেন আকাশ-মুকেশরা

রাজকোটে দুরন্ত জয় দিয়েই বিজয় হাজারে ট্রফিতে ( Vijay Hazare Trophy) অভিযান শুরু করল বাংলা(Bengal)৷  বিদর্ভের বিরুদ্ধে  তিন...

দাম্পত্য কলহে অনিশ্চিত শিশুর ভবিষ্যৎ! বোঝাপড়ার পরামর্শ হাইকোর্টের

স্বামী-স্ত্রীর দাম্পত্য জটিলতায় অনিশ্চিত এক পাঁচ বছরের শিশুর অভিভাবকত্ব ও নাগরিকত্ব। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট...

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...