গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংস। শেষ ওভারে রিঙ্কু সিং-এর পাঁচটি ছয় তাক লাগিয়ে দেয়। যার আচঁ গিয়ে পরে বলিউডেও। রিঙ্কুর ঝড়ো ইনিংসের পর তাঁকে শুভেচ্ছা জানালেন রণভীর সিং, আরিয়ান খান, অর্জুন রামপালরা।

রিঙ্কুর ঝড়ো ইনিংসের প্রশংসা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রণভীর লেখেন,” রিঙ্কু!! রিঙ্কু!!রিঙ্কু!!রিঙ্কু!! এটা কী ছিল!?”
RINKU !!!!!!!!! RINKU !!!!!!! RINKU !!!!!!! RINKU !!!!!!!!!!!!!!! Yeh kya tha !?!?!?! 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯 #IPLonStar #GTvsKKR @KKRiders #rinkusingh @StarSportsIndia 🏏
— Ranveer Singh (@RanveerOfficial) April 9, 2023
বলিউডের আরেক অভিনেতা অর্জুন রামপাল লেখেন,” ও মাই গড! রিঙ্কু পর পর পাঁচটা ছয় মারল! কী অবিশ্বাস্য ভাবে রান তাড়া করে জিতল কেকেআর। আগে কখনও এমন জয় দেখিনি। অসম্ভব উপভোগ্য। অভিনন্দন কেকেআর।”

— arjun rampal (@rampalarjun) April 9, 2023
দলের কর্ণধার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নিজের সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুর ঝড়ো ইনিংসের ছবি পোস্ট করেন। উচ্ছ্বাস প্রকাশ করেন শাহরুখ কন্যা সুহানা খানও।


আরও পড়ুন:কেকেআর শিবিরে যোগ দিলেন লিটন দাস
