Sunday, January 4, 2026

রাহুলের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের যোগ! সরব গুলাম নবি

Date:

Share post:

প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন একদা তাঁরই সতীর্থ প্রাক্তন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ(Gulam Navi Azad)। রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে আজাদের দাবি, রাহুলের সঙ্গে যোগ রয়েছে অসাধু ব্যবসায়ীদের। এদিকে রাহুলের প্রাক্তন সতীর্থের এহেন অভিযোগের পর এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। এদিন বিজেপি(BJP) নেতা তথা প্রাক্তন কেন্দ্রীমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাহুলকে সরাসরি প্রশ্ন করেন এই অসাধু শিল্পপতি কারা? তাদের সঙ্গে চক্রান্ত করেই কি রাহুল গান্ধী ভারত বিরোধী চক্রান্তে সামিল হয়েছে?

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ বছর গান্ধী পরিবারের ঘনিষ্ঠ গুলাম নবি আজাদের দাবি, রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলেছেন। যা অত্যন্ত লজ্জাজনক মন্তব্য। তাঁর সঙ্গে কোনও শিল্পপতির তেমন যোগাযোগ নেই। এরপরই রাহুলকে তোপ দেগে তিনি বলেন, গান্ধী পরিবারের সঙ্গে শিল্পপতিদের যোগ রয়েছে। রাহুল গান্ধীর সঙ্গেও শিল্পপতিদের যোগ রয়েছে। আজাদের দাবি, “রাহুল গান্ধী বিদেশে গেলে বেশ কিছু অবাঞ্ছিত শিল্পপতিদের সঙ্গে দেখা করেন। কিন্তু গান্ধী পরিবারকে এখনও আমি সম্মান করি। আর সেই কারণেই আমি রাহুল গান্ধীর বন্ধু শিল্পপতিদের নাম বলব না।

আজাদের এহেন বিস্ফোরক মন্তব্যের পরই এই ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপিকে। বিজেপির নেতা তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, গুলাম নবি আজাদ কংগ্রেসের সঙ্গে প্রায় ৫০ বছর ছিলেন। গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ট। কিন্তু সেই গুলাম নবি আজাদই এবার অভিযোগ করেছেন, রাহুল গান্ধী বেশ কিছু অবাঞ্ছিত শিল্পপতিদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন। রাহুল গান্ধী উত্তর দিতে পারবেন এই অবাঞ্ছিত শিল্পপতি কারা- যাদের সঙ্গে যোগাযোগ রেখে রাহুল গান্ধী দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চান। তিনি আরও বলেন, রাহুল গান্ধী ভারত বিরোধী ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত। তাদের নির্দেশেই ভারতকে দুর্বল করার চেষ্টা করছেন। মোদিজির বিরুদ্ধে কাজ করছেন।

spot_img

Related articles

‘দু’দিনের টেস্ট ম্যাচ’, উৎপল সিনহার কলম

পাঁচ দিনের টেস্ট দু'দিনেই শেষ । অ্যাশেজ সিরিজ চলছে। এবার পাঁচ টেস্টের সিরিজে প্রথম এবং চতুর্থ টেস্ট ম্যাচ...

দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অহেতুক আতঙ্ক না ছড়ানোর আর্জি

দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটিতে আহত হয়েছেন তাঁরা। গীতানগর থানা...

শিক্ষা ও অনুপ্রেরণার স্বীকৃতি, গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত ইন্দ্রনাথ গুহ

শিক্ষা ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেলেন সাতীকান্ত গুহ ফাউন্ডেশনের সভাপতি শ্রী ইন্দ্রনাথ গুহ। লন্ডনভিত্তিক এনআরআই...

শুকটাবাড়ি বাংলাদেশ! নিশীথের মন্তব্যে উত্তেজনা কোচবিহারে, গ্রেফতারের দাবি তৃণমূলের

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। এবার বিতর্কের কেন্দ্রে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...