Tuesday, August 26, 2025

গেহলট সরকারের বিরুদ্ধে অনশনে বসলেন পাইলট, রাজস্থান কংগ্রেসের ভাঙনের জল্পনা

Date:

Share post:

সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাজস্থানের(Rajasthan) অশোক গেহলট(Ashok Gehlot) সরকারের বিরুদ্ধে মঙ্গলবার অনশনে বসলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট(Sachin pilot)। এ ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়েছে মরু রাজ্যে। আশঙ্কা করা হচ্ছে গৃহল সরকারের বিরুদ্ধে শচীনের এই অনাস্থা রাজস্থান কংগ্রেসে(Congress) ভাঙনের পূর্বাভাস।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে শচীন পাইলটের অভিযোগ, আগের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে থাকা ২৫ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের কোনও তদন্ত না করে আড়াল করেছেন গেহলট। অর্থাৎ প্রকারান্তরে বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী গেহলটের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তবে সচিনকে এই অনশন আন্দোলন স্থগিত রেখে গেহলটের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। স্পষ্ট বলা হয়েছিল, সচিন পাইলট যা করছেন তা দলীয় নীতির বিরুদ্ধে। তবে হাই কমান্ডের নেতৃত্বকে কার্যত ফুৎকারে উড়িয়ে এদিন অনশনে বসেন পাইলট।

উল্লেখ্য, শচীন পাইলটের দীর্ঘদিনের দাবি গেহলটকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হোক তাঁকে। তবে তাঁর দাবিকে গুরুত্ব দেয়নি হাইকমান্ড। ভোটের আগে কথা দেওয়া হয়েছিল তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে। সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। বলা হয়, আড়াই বছর পর গেহলট তাঁকে চেয়ার ছেড়ে দেবেন। কিন্তু গেহলট এমনকী কংগ্রেস হাইকমান্ডও সে বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। ফের ক্ষমতায় এলে তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে, এমন প্রতিশ্রুতিও আদায় করতে পারেননি রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ এই নেতা। এই পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া শচীন নিজের সম্প্রদায় এবং অনুগামীদের সামনে মুখ রক্ষায় কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ার মতো চরম পদক্ষেপ করতে পারেন, মনে করছে রাজস্থানের রাজনৈতিক মহলও।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...