ঐতিহাসিক মুহূর্ত: গঙ্গার নিচ থেকে সফলভাবে হাওড়া পৌঁছলো মেট্রো রেক

দীর্ঘ প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ইতিহাস গড়লো কলকাতা মেট্রো(Kolkata metro)। প্রথমবার সফলভাবে গঙ্গার(Ganga) নিচ থেকে হাওড়া পৌঁছল একটি রেক। বুধবার দুপুর ১২টা নাগাদ মাত্র আধ ঘন্টার মধ্যে এক ধর্মতলা থেকে রেকটি পৌঁছে গেল হাওড়া ময়দান(Howrah maidan)।

বউবাজার বিপর্যয়ের জেরে দফায় দফায় কাজের গতি থমকে গিয়েছিল এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটের মেট্রো কাজ। দোলাচলের মধ্যেই এদিন সকাল ১১ টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ মেট্রোর রেকটি মহাকরণ থেকে রওনা দেয়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় ট্রেনটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। অর্থাৎ বাধা বিঘ্ন পেরিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো এই প্রথম যাত্রা সম্পন্ন হওয়ায়, শীঘ্রই এবার শুরু হবে ট্রায়াল রান।

উল্লেখ্য, রবিবার দুপুরে গঙ্গার তলা দিয়ে এই মেট্রো ছোটানোর কথা ছিল। কিন্তু মেট্রোটির সফর সেই সময় থমকে যায় এসপ্ল্যানেডে। ব‌্যাটারিচালিত গাড়ি দিয়ে ঠেলে রেক দু’টিকে শিয়ালদহ থেকে এসপ্ল‌্যানেডে নিয়ে আসা হয়েছিল। এবার হাওড়া ময়দানে পৌঁছে গেল মেট্রোটি।

Previous articleকুন্তলের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির
Next articleলাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! ফের উদ্বেগ বাড়াচ্ছে ওমি.ক্রন