Tuesday, November 11, 2025

পায়ের তলায় জমি নেই! শাহি দরবারে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ‘বায়না’ বঙ্গ বিজেপির

Date:

Share post:

সিউড়ির সভা শেষে কলকাতায় ফিরে প্রথমে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে । এরপর বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ । নিউটাউনের ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য নেতৃত্বে। জানা গিয়েছে, ওই বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দেন অমিত শাহ। বলেন, পঞ্চায়েত ভোটে বুথ আগলে রক্ষা করতে হবে। সব জায়গায় প্রার্থী দিতে হবে বলেও বার্তা দিয়েছেন।

আরও জানা গিয়েছে, পঞ্চায়েতে শাসক দলকে পাল্টা দিতে নিজেদের সর্বস্তরে প্রস্তুত রাখার কথাও বলেছেন শাহ। কিন্তু সমস্যা হল বঙ্গ বিজেপির পায়ের তলায় জমি নেই! যা পরিস্থিতি তাতে পঞ্চায়েতের সব আসনে প্রার্থী দিতেও পারবেনা বঙ্গ বিজেপি। ফলে ভোট বৈতরণী পার হতে মোদির সেনাপতির কাছে শাহি দরবারে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ‘বায়না’ বঙ্গ বিজেপির।কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতে ভোট করানোর আবেদনটি অমিত শাহ গুরুত্ব সহকারে ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন।

সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, পঞ্চায়েত ভোট হিংসাত্মক হতে চলেছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হল, নির্বাচন ভয়াবহ হবে বলে শাহি বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে আরও শক্তপোক্ত এবং আঁটসাঁটো করারও বার্তা দিয়েছেন শাহ। সিউড়ির সভা থেকে লোকসভা ভোটের জন্য বাংলা থেকে ৩৫টি আসন জেতার টার্গেট দিয়ে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণের জন্য সবাইকে একজোট হয়ে ময়দানে নামার নির্দেশ অমিত শাহ বৈঠকেও দিয়েছেন ।সিউড়ি সভা থেকে লোকসভার টার্গেট বেঁধে দেওয়া হলেও পঞ্চায়েত নির্বাচনের দিকেও নজর রাখছেন শাহ।

 

spot_img

Related articles

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...