Wednesday, May 7, 2025

ঘুরপথে NRC চালুর অপচেষ্টা! কেন্দ্রের আধার-সমীক্ষার নির্দেশকে তীব্র আক্র.মণ মমতার

Date:

Share post:

রাজ্যে আগুন লাগাতে চাইছে BJP। বেআইনি আধার কার্ড নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের পক্ষ থেকে চিঠি পাঠানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “একটা কমিউনিটিকে সরানোর জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় সব এলাকায় এটা চলবে। যাঁদের আধার কার্ড (Adhar Card) নেই তাঁদের সবাইকে সরাতে হবে। তাঁদের সবাইকে বিদেশি হিসেবে দেখাতে হবে। সেই অসমের (Assam) মতো ডিটেনশন ক্যাম্প। ঘুরপথে এন‌আরসি চালু করতে চাইছে। তাই এমন চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে।” মমতার স্পষ্ট বার্তা, “এ রাজ্যে এই নিয়ম মানা হবে না। সকলেই দেশের নাগরিক।”

মুখ্যমন্ত্রী অভিযোগ, হাওড়া, রিষড়া-সহ দেশের ১০০ জায়গায় একেবারে ছক করে গণ্ডগোল করেছে। “ধর্মীয় গণ্ডগোল লাগাও, রাজ্যকে নানাভাবে বিপদে ফেল, এইসব ওদের টার্গেট।“ রাজ্যের বিশেষ কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু এলাকায় যাঁদের আধার নেই, তাঁদের সকলকে বিদেশি হিসেবে ঘোষণা করা হতে পারে। এই বিষয়ে রাজ্যের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ঘুরপথে NRC নিয়ে আসছে।”

এদিন সাংবাদিক বৈঠক থেকে চিঠি সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৮টি রাজ্যের কয়েকটি ‘পকেট’ চিহ্নিত করা হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা- বারাসত, গোবরডাঙ্গা, হাবরা, অশোকনগর, সন্দেশখালি, বাগদা, পেট্রোপোল, নৈহাটি, রহড়া, খড়দহ, নিমতা, দমদম, নিউ ব্যারাকপুর, ব্যারাকপুর, বাগুইআটি, লেকটাউন, সল্টলেক, নিউটাউন। দক্ষিণ ২৪ পরগনা- বারুইপুর, ক্যানিং, জীবনতলা, সোনারপুর, ন্যাজাট, কুলতলি, গোপালগঞ্জ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিশেষ সম্প্রদায়কে নিশানা করতেই এই ‘চাল’ কেন্দ্রের। এরপরেই ১০বছর অন্তর আধার কার্ডের পুনর্নবীকরণ ও আধার কার্ড করতে টাকা নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইতিহাস তুলে দিচ্ছে। ইতিহাস থেকে একটা অধ্যায় বাদ দিয়ে দিল! ইতিহাসের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। তিনি অভিযোগ করেন, গায়ের জোরে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টা করছে মোদি সরকার। পার্লামেন্ট চলতে দিচ্ছে না। অর্ডিন্যান্স করে জোর করে সব পাশ করাচ্ছে। ব্যাঙ্ক বিক্রি। এল আই সি বেচছে। নোটবন্দিতে ১৪০ জনের মৃত্যুর কোনও সুরাহা হয়নি। জিনিসের দাম আকাশ ছোঁয়া। কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গরিব মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ২৩-২৪-এ দেবে না- অভিযোগ মুখ্যমন্ত্রীর।

 

 

spot_img

Related articles

পেহেলগাম হামলার উৎসে পৌঁছাতে কাশ্মীরের পর্যটক – স্থানীয়দের কাছে সাহায্যের আবেদন এনআইএ-র

পেহেলগামে নারকীয় জঙ্গি হামলার পর পাল্টা প্রতিরোধে বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারত। "অপারেশন সিন্দুর"-এর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত লস্কর-ই-তইবা ও...

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...