Saturday, January 31, 2026

আইন জেনেও কীভাবে সংশোধনাগারে ‘আংটি’! পার্থকে ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

তিনি প্রভাবশালী। আর সেকারণেই জেলের মধ্যেও তিনি আংটি (Ring) পরে রয়েছেন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেলের মধ্যে আংটি পরা নিয়ে আদালতে প্রশ্ন তুললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর শুনানি চলাকালীন আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই প্রাক্তন মন্ত্রীর হাতে আংটি দেখিয়ে আদালতে তাঁকে ‘প্রভাবশালী’ বলে মন্তব্য করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

এদিন ইডির আইনজীবী আদালতে সাফ জানান, জেলের নিয়ম অনুযায়ী সংশোধনাগারে থাকাকালীন কোনও অলঙ্কার পরা যায় না। তবে পার্থ চট্টোপাধ্যায় নিজেই সেই নিয়মভঙ্গ করেছেন। আর এতেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। তবে বুধবার শুনানি শুরু হওয়ার পরই আলিপুর আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর হাতের আঙুল দেখাতে বলেন। আর বিচারকের কথা শুনেই পার্থ হাত তুলে দেখান। আর সেই প্রসঙ্গেই ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর হাতের আংটি দেখেই বোঝা যাচ্ছে, এসব দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী, আর সেকারণেই তিনি জেলের ভিতর হাতে আংটি পরে রয়েছেন। তবে এর পাল্টা পার্থর আইনজীবী জানান, শারীরিক অবস্থার জন্যই উনি হাতে আংটি পরে রয়েছেন।

এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানতে চান, গ্রেফতার করার সময়ে প্রাক্তন মন্ত্রীর হাত থেকে আংটি খোলা হয়েছিল কি না। উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, জেলের এই নিয়ম উনি জানবেন কীভাবে? যদিও এই প্রসঙ্গে বিচারক পাল্টা বলেন, উনি তো আইনের সবটুকু জানেন বলে দাবি করেন। তাহলে সংশোধনাগারে থাকাকালীন কীভাবে তিনি আংটি পরলেন তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন। তবে এদিন জেল কোডের বিভিন্ন ধারার উল্লেখ করে ইডির আইনজীবী জানান, জেলে যাওয়ার পর সমস্ত অলঙ্কার খুলে ফেলাই নিয়ম। তারপরও একজন অভিযুক্ত কী ভাবে গয়না পরে জেলে দিন কাটাতে পারেন?

তবে এদিন সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামী ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁদের।

 

 

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...