Saturday, August 23, 2025

“কোর্টে দেখা হবে”, ‘মিথ্যাবাদী’ শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ তৃণমূলের

Date:

Share post:

অমিত শাহকে ফোন প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগের পাল্টা নবান্নে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ঝাঁঝালো প্রতিক্রিয়ার পর অমিত শাহ(Amit Shah) ও শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) আইনি নোটিশ পাঠাল তৃণমূল। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হল, ‘কোর্টে দেখা হবে।’ অমিত শাহকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, বলে যে দাবি শুভেন্দু অধিকারির তরফে করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’braen)। শুভেন্দুর পাশাপাশি চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অমিত শাহকে।

গত মঙ্গলবার সিঙ্গুরের এক সভায় শুভেন্দু দাবি করেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চার বার ফোন করেছিলেন। তিনি অমিত শাহকে অনুরোধ করেছেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু অমিত শাহ জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনের মতো নয়। আইন না মানলে কী করা যাবে!

 

বুধবার নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর এই অভিযোগ পুরোপুরি খারিজ করে মমতা বলেন, ‘একজন ভুঁইফোঁড় নেতা ডাহা মিথ্যা কথা বলেছেন।’ একইসঙ্গে তিনি বলেন, যদি শুভেন্দুরা প্রমাণ করতে পারেন যে তিনি অমিত শাহকে ফোন করেছেন বা ফোন করে জাতীয় দলের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের মিথ্যা কথা বলে তৃণমূল সম্পর্কে একটি নেতিবাচক ধারনা তৈরি করতে চাইছে বিজেপি নেতারা। আর তার বাহক হয়ে উঠেছে এক শ্রেণির মিডিয়া। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই এবার শুভেন্দু ও অমিত শাহকে চিঠি পাঠাল তৃণমূল।

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...