Saturday, August 23, 2025

স্বাস্থ্য বিমার আওতায় এবার পঞ্চায়েত কর্মীরাও! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের (Health Scheme) আওতায় আসছেন রাজ্যের পঞ্চায়েত কর্মীরাও (Panchayat Election)। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে কর্মরত সমস্ত কর্মীরাই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুযোগসুবিধা পাবেন বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার ফলে বর্তমানে রাজ্যে কর্মরত ৩০ হাজার পঞ্চায়েত কর্মী এবং কুড়ি হাজার অবসরপ্রাপ্ত পেনশনভোগী উপকৃত হবেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষনা মতোই স্বাস্থ্য বিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুযোগসুবিধা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। আর সোমবার এমন ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের পাশাপাশি পঞ্চায়েত কর্মীরাও উপকৃত হবেন। এদিকে রাজ্যের অর্থ দফতর সূত্রে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যদি এখন হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। তবে এই সমস্ত সুযোগসুবিধা তারাই পাবেন যাদের নাম নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে।

তবে বর্তমানে স্বাস্থ্য বীমা প্রকল্পে ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনও সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মীরা কোনওরকম খরচ না করেই দেড় লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...