Tuesday, August 26, 2025

‘মানসিক ভাবে অ.সুস্থ’ মুকুল হারাতে পারেন বিধায়ক পদ? কী জানালেন স্পিকার বিমান

Date:

Share post:

মুকুল রায় ও তাঁর রাজধানী যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরে বহু চর্চা রাজ্য রাজনীতিতে। তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুকুল-পুত্র শুভ্রাংশ রায় (Shubhranshu Ray)। এই পরিস্থিতিতে কি কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজ হতে পারে? কারণ নিয়ম অনুযায়ী, বিধায়ক পদে থাকতে পারেন না ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি। এর উত্তরে শনিবার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, অভিযোগ পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।

বাড়ি কিছু না জানিয়েই না কি দুই সহায়কের মাধ্যমে দিল্লি গিয়েছেন মুকুল রায় (Mukul Ray)। তাঁর পুত্র শুভ্রাংশু থানায় প্রথমে ‘নিখোঁজ’ এবং পরে ‘অপহরণ’-এর অভিযোগ দায়ের করেন। দাবি করেন, তাঁর বাবা মানসিক ভাবে সুস্থ নন। “মুকুল রায় মানসিক ভাবে সুস্থ নন। এখানে টাকার খেলা হয়েছে।“ শুভ্রাংশুর কথায় “উনি ভালো করে হাঁটতে পারেন না। অস্ত্রোপচারের আগে পর্যন্ত তাঁকে ডায়াপার পরিয়ে রাখতে হত।“

এদিকে, দিল্লি পৌঁছে মুকুল পাল্টা অভিযোগ করেন, পরিবারের লোক তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করছে। তিনি বলেন, মাঝে শরীর খারাপ হয়েছিল। এখন ঠিক আছে। বাড়ির লোক তাঁকে পাগল প্রমাণের জন্য মরিয়া হয়ে ওঠাতেই তিনি কাউকে না জানিয়েই দিল্লিতে চলে এসেছেন বলেও দাবি করেন কৃষ্ণনগরের বিধায়ক। কিন্তু কেউ মানসিকভাবে অসুস্থ হলে কি বিধায়ক থাকতে পারেন? এর জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট ভাবে অভিযোগ পেলে বিধায়ক মুকুল রায়ের মানসিক সুস্থতা বিষয়ে জানতে উদ্যোগ নেবেন তিনি। কোনও বিধায়কের বিরুদ্ধে যদি মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ ওঠে, তবে সেটা মেডিক্যাল বোর্ডের কাছে পাঠাতে হবে। সেই বোর্ড যে রিপোর্ট দেবে, তাতে স্পিকার তাঁর বিধায়ক পদ খারিজের জন্য নিয়মানুযায়ী পদক্ষেপ করবেন।

তবে, একই সঙ্গে স্পিকার জানান, তাঁর কাছে নিয়ম মেনে অভিযোগ জমা পড়লে তবেই তিনি ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন। না হলে কোথায় কে কী বলছে তা নিয়ে তিনি কোনও পদক্ষেপ করবেন না।

তবে, মুকুল রায়ের মানসিক সুস্থতার বিষয়ে একমত তৃণমূল-বিজেপি। দুজনেরই মত, মুকুল মানসিকভাবে সুস্থ নন। তাঁর পুত্রের কথা থেকেই স্পষ্ট। এক্ষেত্রে আইন মেনে পদক্ষেপ করা উচিত। কারণ, কৃষ্ণনগরের মানুষ এর কারণে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে, সিপিএমের মত, মুকুলের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কোনও কিছুই প্রমাণ হয়নি। সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ চাইছে বামেরা।

 

 

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...