Saturday, January 10, 2026

বিজেপির ওয়াশিং মেশিন নয়, তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাপস

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় নাম জড়িয়েছে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha)। সিবিআই (CBI) তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। ঘণ্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতারির আশঙ্কা থাকলেও, তা অবশ্য হয়নি। এদিকে, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে দলের একাংশ চক্রান্ত করছে বলে অভিযোগ তাপসবাবুর। সিবিআই তাঁর বাড়িতে হানা দিলেও দলের কেউ খোঁজখবর নেননি বলে অভিমানের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়।

তাহলে কি দল ছাড়বেন তাপস সাহা? তাঁর দলত্যাগের সম্ভাবনার জোর জল্পনা শুরু হয়। তবে দল ছাড়ার কোনও প্রশ্নই নেই। অন্য দলেও নাম লেখানোর কোনও ইচ্ছা নেই তাঁর। তেহট্টে নিজের বাড়িতে বসে দল বদলের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন তাপস সাহা। বলেন, “দল ছাড়ব কেন? আরে বাবা, দল যখন করছি, তখন বিজেপিতে যাওয়ার প্রসঙ্গই নেই।” ঘনিষ্ঠ মহলে তাপস জানিয়েছেন, দল ছাড়াটা কোনও সমাধান নয়। বরং, দলের মধ্যে থেকে নিজেকে নির্দোষ, নিরপরাধ প্রমাণ করতে চান তিনি। কারণ, এখন বিজেপিতে গেলেই প্রশ্ন উঠবে, তাহলে নিশ্চয় শুভেন্দু অধিকারীদের মতো চুরি-দুর্নীতি করে ওয়াশিং মেশিনে সাফ হতে এসেছেন, কাউকে এমন কথা বলার সুযোগ দিতে চান না তাপস। তাই তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া তিনি।

দলের সঙ্গে তাপসের মনোমালিন্য, মান-অভিমান বা সংঘাত নতুন নয়। ২০১১ সালে পরিবর্তনের বিধানসভা ভোটে তেহট্ট থেকে দলের টিকিট না পেয়ে তাপস সাহা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। সাময়িক ভাবে তৃণমূল তাঁকে বহিষ্কার করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তেহট্টে এসে জনসভা করেন। তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে দেন নির্দল তাপস। পরে দল তাপসকে ফিরিয়ে নেয়। এরপর ২০১৬ ও ২০২১-এর ভোটে যথাক্রমে পলাশিপাড়া ও তেহট্ট কেন্দ্রে জিতে তৃণমূল বিধায়ক হন তিনি।

তাপসের দল ছাড়ার জল্পনায় জল ঢেলে দেন তৃণমূলের নদিয়া জেলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি কল্লোল খাঁ। তিনি বলেন, “উনি (তাপস সাহা) দলকে ভালবাসেন। আমার মনে হয় না যে, তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন। এসব রটনা।”

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...