Monday, August 25, 2025

দিল্লি ও মুম্বইয়ে অ্যাপেল স্টোর উদ্বোধন! ভারতের সাফল্যের প্রশংসায় ‘পঞ্চমুখ’ পাক নাগরিকরাও

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) হাস্যকর পরিস্থিতির সঙ্গে ভারতের (India) কোনও তুলনাই চলে না। যেখানে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উদ্যোগী, সেখানে পাকিস্তানে এর ছিটেফোঁটাও নেই। এবার পাকিস্তান সরকারকে একহাত নিয়ে নেটদুনিয়ায় ভারতের তারিফ করতে দেখা গেল পাক নাগরিকদের। উল্লেখ্য, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে ভারত। নামী বিদেশি সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা বিস্তার করতে আগ্রহ দেখিয়েছে। যার সাম্প্রতিকতম নিদর্শন হল সম্প্রতি দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) উদ্বোধন হয়েছে অ্যাপেল স্টোরের (Apple Stores)।

আর ভারতের এমন সাফল্যের প্রশংসায় এবার পঞ্চমুখ পাক নাগরিকরাও। সময় যত যাচ্ছে ততই জরাজীর্ণ হয়ে পড়ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন। তা সত্ত্বেও বিভিন্ন ইস্যুতে ভারতকে কটাক্ষ করতে কোনও সুযোগ ছাড়ে না পাক সরকার। কিন্তু এবার পাক নাগরিকদের গলায় শোনা গেল অন্য প্রতিক্রিয়া। বিদেশি বিনিয়োগের (Foreign Investment) ক্ষেত্রে সফল ভাবে এগিয়ে চলেছে ভারত। নামী বিদেশি সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা বিস্তার করতে আগ্রহ দেখাচ্ছে। তবে পাক নাগরিকরা সাফ জানাচ্ছেন, পাকিস্তানের এমন হাস্যকর পরিস্থিতির সঙ্গে ভারতের কোনও তুলনা চলে না। যেখানে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উদ্যোগী, সেখানে পাকিস্তানে বিনিয়োগের ছিটেফোঁটাটুকুও নেই।

দেশের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে এক পাক নাগরিক লেখেন, পাকিস্তানের সঙ্গে যে ভারতের তুলনা চলে না, তা আরও একবার প্রমাণিত হল। যখন ভারতে অ্যাপেল স্টোরের সামনে লম্বা লাইন চোখে পড়ছে, তখন পাকিস্তানে বিনামূল্যে রেশন (Free Ration)0 পাওয়ার ভিড়। আরেক পাক নেটিজেনের দাবি, ভারতে অ্যাপেল স্টোর খুলে গেল। আর পাকিস্তানে ধর্মের নিন্দা করার জন্য চিনা নাগরিককে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিবেশে এদেশে বিদেশি বিনিয়োগ কখনওই সম্ভব নয়। উল্লেখ্য, গত ১৮ এবং ২০ এপ্রিল মুম্বই দিল্লিতে অ্যাপেলের অফলাইন স্টোর খুলেছে। যার উদ্বোধনে হাজির ছিলেন সংস্থার সিইও টিম কুক (Tim Cook)। তিনি ভারতে এসে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও।

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...