Wednesday, August 27, 2025

মঙ্গলেই শুরু অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’

Date:

Share post:

মঙ্গলেই কোচবিহারের দিনহাটা থেকে শুরু হচ্ছে তৃণমূলের ‘জনসংযোগ যাত্রা’। পঞ্চায়েত ভোটের আগে গ্রামে থেকে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে লড়াইয়ে ময়দানে নিজেদের অবস্থান মজবুত করতে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগের দিনই কোচবিহারে পৌঁছে যান তিনি। কোচবিহারে এবিএন কলেজ মাঠ থেকে হেঁটেই মদন মোহন মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তা দু’ধারে জনতা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানায়। পুজো দিয়ে অভিষেক জানান, “কোচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ, সেটা পশ্চিমবঙ্গ”।

আরও পড়ুন:এক পোর্টালেই রাজ্যের সব কলেজে ভর্তি! নয়া নিয়ম চালু শিক্ষা দফতরের

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বামনহাটের ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিএসএফের গুলিতে মৃত প্রেমকুমারের পরিবারের লোকজন। সকাল ১১টায় আজ সাহেবগঞ্জের মাঠে প্রথম জনসভা। তারপর দিনভর কর্মসূচি চলবে। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন অভিষেক।গতকালের মতো আজও মিশে যাবেন সকলের সঙ্গে।

প্রসঙ্গত, সোমবার বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছন অভিষেক। হেলিকপ্টার থেকে নেমে তিনি হেঁটে মদনমোহন মন্দিরে যান। অভিষেককে দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তাঁদের সকলকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক।মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে, অভিষেক আবারও সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। কোচবিহার শহর থেকে বামনহাটের এই প্রত্যন্ত ক্যাম্প প্রায় ৬০ কিলোমিটার। বাংলাদেশ সীমান্তের প্রত্যম্ত এলাকার অস্থায়ী তাঁবুতেই সোমবার রাত কাটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বামনহাট- সাহেবগঞ্জ-সহ আশপাশের গ্রামের মানুষজন খুবই খুশি যে এই প্রত্যন্ত গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা এসে রাত কাটাচ্ছেন তাঁবুতে। এর আগে কেউ কোনওদিন এভাবে থাকেননি। তাঁরা সীমান্ত-সমস্যা নিয়ে অভিষেকের সঙ্গে কথা বলতে চান। বিএসএফের নিত্য অত্যাচার নিয়েও তাঁদের বিস্তর অভিযোগ। তাঁরা সেকথা বলতে চান অভিষেককে। তাঁদের গোপন ইচ্ছে, পারলে তাঁদের বাড়ির খাবার তাঁরা অভিষেককে দিয়ে আসেন তাঁবুতে। গোটা রাস্তা জুড়ে যে পরিমাণ মানুষের ঢল আজ দেখা গেল তা স্বতঃস্ফূর্ততা ছাড়া হয় না।

প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত ভোট। প্রার্থী বাছাইয়ে দায়িত্ব অনেকটাই আমজনতার কাঁধে তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় টানা ৬০ দিন ঘুরে তিনি ‘জনসংযোগ যাত্রা’ ও ‘গ্রামবাংলার মতামত’-এর ভিত্তিতে পঞ্চায়েতের প্রার্থী বেছে নেবেন। যদিও সেসব চূড়ান্ত করবেন তৃণমূল সুপ্রিমো।
সোমবার উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, অভিজিৎ দে ভৌমিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক দেখে উচ্ছ্বসিত ।চওড়া হাসি জেলার নেতা-নেত্রীদের মুখে।

 

 

spot_img

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...