Tuesday, December 23, 2025

বাসভবন সাজাতেই খরচ ৪৫ কোটি! কেজরিওয়ালের ‘ইস্তফা’র দাবিতে সরব বিজেপি

Date:

Share post:

ঢেলে সাজানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন। ইতিমধ্যে বাসভবনের সৌন্দর্যায়নে (Beautification) খরচ করা হয়েছে ৪৫ কোটি টাকা। সম্প্রতি এমনই দাবি তুলে সরব বিজেপি (BJP)। আর তারপরই নৈতিক কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর (Chief Minister Delhi) ইস্তফা দেওয়া উচিত বলে দাবি জানাচ্ছে গেরুয়া শিবির। তবে বিজেপির এমন অভিযোগে হাত গুটিয়ে বসে নেই দিল্লির শাসক দল আম আদমি পার্টিও (Aam Aadmi Party)। আপের তরফে পাল্টা গেরুয়া শিবিরকে আক্রমণ করে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনও সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টের (Central Vista Project)।

তবে সম্প্রতি এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) বাংলো সংস্কারে (Bungalow Beautification) প্রায় ৪৫ কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবনে ৮ লাখ টাকার পর্দা বসানো হয়েছে এবং মার্বেল বসাতে খরচ হয়েছে দেড় কোটিরও বেশি টাকা। বাড়িতে যে কার্পেট বিছানো হয়েছে তার দাম লাখ টাকা; আপাতত এই নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে বড়সড় আক্রমণ করেছে দিল্লি বিজেপি সভাপতি (Delhi BJP President) বীরেন্দ্র সচদেব (Virendra Sachdev)। তিনি জানিয়েছেন, কেজরিওয়ালের ‘সম্পূর্ণ সততা’ প্রকাশ পেয়েছে। তবে কোভিড মহামারীর সময়ে ঘর সাজাতে কেন এত বিপুল অর্থ ব্যয় করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে সরব বিজেপি। পাশাপাশি এমন অভিযোগে কেজরিওয়ালের পদত্যাগও দাবি করেছে গেরুয়া শিবির।

তবে বিজেপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda) জানান, বিজেপির এটা সরকারি বাড়ি, অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তি নয়। চাড্ডা বলেছিলেন যে আপনি যদি প্রধানমন্ত্রীর বাসভবন এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাসভবনের সাথে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের খরচ তুলনা না করেন তবে আপনি কীভাবে বুঝবেন এটি কম না বেশি। এরপরই তাঁর অভিযোগ, চাড্ডা আরও বলেন, কেজরিওয়াল যে বাড়িটিতে থাকেন তা ১৯৪২ সালে তৈরি হয়েছিল। ঘরের ভিতর থেকে বেডরুম পর্যন্ত ছাদ থেকে জল পড়ত। পিডব্লিউডি (PWD) অডিট করেই তা মেরামতের সিদ্ধান্ত নেয়। তিনি মনে করিয়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজের বাসভবন রং করতেই ২০ কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) বাসভবন তৈরি হচ্ছে, যার জন্য আনুমানিক খরচ ৫০০ কোটি টাকা।

 

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

SIR প্রক্রিয়াতে যাতে নাগরিকদের ভোগান্তি না হয় সেজন্য শহরের সব বোরো অফিসে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। কলকাতা পুরসভার...

তিস্তায় ব়্যাফ্টিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় সেনার

শীতের উত্তাল তিস্তায়(Teesta) মর্মান্তিক দুর্ঘটনা। রিভার ব়্যাফ্টিং(Rafting) প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় সেনা। মৃত...

বাংলাদেশে দীপু-খুনের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার

বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের।...