Saturday, November 15, 2025

সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ এল হাই কোর্টে, দুটি মামলা সরলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে

Date:

Share post:

শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ এসে পৌঁছল কলকাতা হাই কোর্টে। সেই নির্দেশ হাতে পাওয়ার পরে দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে দু’টি মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে বলেছে।দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দুপুরে যে নির্দেশ দিয়েছিলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
আইনজীবী মহলের একাংশের মধ্যে প্রশ্ন ছিল, শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেকের মামলা থেকেই সরানো হল, না কি নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে সরানো হল, তা নিয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।কিন্তু প্রত্যেকেই একটা বিষয়ে একমত ছিলেন যে সঠিক কী বলা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের কপি হাতে এলে স্পষ্ট হবে।

সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত মামলা থেকে সরতেই হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সেই মর্মেই নির্দেশ এসেছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। অপরটি কুন্তল ঘোষ বনাম রাজ্য সরকার। তবে উচ্চ প্রাথমিক, নবম-দশম, গ্রুপ সি, ডি মামলা থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসেই।

সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশে বলা হয়েছে, সাক্ষাৎকারের প্রতিলিপি দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই মামলার বাকি শুনানি অন্য কোনও বিচারপতির হাতে দেবেন।’’ লিখিত নির্দেশে আরও বলা হয়েছে, এই সংক্রান্ত অন্যান্য আবেদনও অন্য এজলাসে সরিয়ে দেওয়ার স্বাধীনতা দেওয়া হল।

তবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চাইলে এই সংক্রান্ত অন্যান্য আবেদনের শুনানিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্যত্র সরিয়ে দিতে পারেন।সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এ ক্ষেত্রে বিচারপতি শিবজ্ঞানমের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। আইনজীবীদের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের এই ধরনের পরামর্শকে মান্যতাই দিয়ে থাকেন হাই কোর্ট।তাই শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের পরামর্শ অনুযায়ী হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুন- সভাস্থলে আ.গুন! অ.শান্ত মণিপুরে কর্মসূচি বাতিল মুখ্যমন্ত্রীর, বন্ধ ইন্টারনেট পরিষেবাও  

spot_img

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...