Friday, August 29, 2025

বিধায়ক খু.নে বিএসপি নেতা মুখতার আনসারিকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত

Date:

Share post:

বিজেপি বিধায়ক(BJP MLA) কৃষ্ণানন্দ রাইয়ের(Krishnananda Rai) হত্যা ও অপরহরণ মামলায় বিএসপির বাহুবলী নেতা মুখতার আনসারিকে(Mukhtar Ansari) ১০ বছরের কারাদণ্ড দিল গাজিপুর এমপি এমএলএ আদালত(Mp MLA Court)। পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

১৬ বছর আগে উত্তরপ্রদেশে খুন হয়েছিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাই। এই হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছিল গ্যাংস্টার তথা মউ জেলার প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই মামলা আদালতে চলার পর ওই বিধায়ককে ১০ বছরের সাজা ও ৫ লক্ষ টাকা জরিমানা করল গাজিপুর এমপি এমএলএ আদালত। পাশাপাশি এই মামলায় বিএসপি বর্তমান সাংসদ তথা মুখতারের ভাই আফজাল আনসারির বিরুদ্ধেও গ্যাংস্টার অ্যাক্ট লাগু হয়েছে এবং সেও দোষী সাব্যস্ত হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুখতারের ভাই আফজালের সাজা আপাতত রিজার্ভ করে রেখেছে কোর্ট।

সময়টা ২০০৫ সাল। সেদিন নিজের পৈতৃক গ্রামে এক বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন বিজেপি সাংসজ কৃষ্ণানন্দ রাই। তাঁকে আগে থেকেই খুনের হুমকি নিয়ে সতর্ক করে রেখেছিল স্পেশাল টাস্ক ফোর্স। তাঁকে আগেই বলা হয়েছিল, যে কৃষ্ণানন্দ রাইকে খুন করতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গ্যাংস্টার মুখতার আনসারির বাড়িতে ভারাটে খুনি আনা হয়েছে। এরপর উত্তর প্রদেশের বাসওয়ানিতে কৃষ্ণানন্দ রাইকে গুলি করে খুন করা হয়। তাঁর সঙ্গে মৃত্যু হয় আরও ৭ জনের। মামলা ওঠে কোর্টে। অভিযুক্ত মুখতার ও আফজালকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর এপ্রিলে মুখতার দোষী সাব্যস্ত হয়ে সাজা পাওয়ার পর মুখ খোলেন কৃষ্ণানন্দ রাইয়ের স্ত্রী। তিনি বলেন, উত্তর প্রদেশে গুণ্ডারাজ শেষ হয়েছে। তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে বিচার ব্যবস্থায়।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...