Monday, January 12, 2026

সাম্প্র.দায়িকতা নয়, দেশের শ.ত্রুদের বিরোধিতায় ‘দ্য কেরালা স্টোরি’!

Date:

Share post:

সিনেমার টিজার থেকেই জল্পনা শুরু। ট্রেলার মুক্তি পেতে বেড়েছে বিতর্ক। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের (Sudipta Sen) ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) কি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তৈরি হয়েছে? কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ইতিমধ্যেই সোচ্চার হয়ে জানিয়েছেন এই সিনেমা নাকি ধর্মনিরপেক্ষ পরিবেশকে বিঘ্নিত করছে। বাস্তবকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে ছবির নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও (Sashi Tharur)। এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং পরিচালক। স্পষ্ট করে জানিয়ে দিলেন এই ছবির আসল টার্গেট, জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে সত্যি ঘটনা মানুষের সামনে তুলে ধরা।

সিনেমা দিয়ে বিতর্ক নতুন কোন ঘটনা নয়। এর আগে দ্য কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও একই কাণ্ড হয়েছিল। তখন রীতিমতো হুমকি পেতে হয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’তে এমন কি আছে? যার জন্য সুর চড়িয়েছেন রাজনৈতিক নেতৃত্বরা? ছবির ট্রেলার বলছে, কেরালা থেকে ৩২ হাজার মহিলা নিখোঁজ হয়ে যান, যাঁরা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এখানেই যত সমস্যা। যেহেতু কেরালার ঘটনা দেখানো হয়েছে তাই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য নেতৃত্বরা ছবির বিরুদ্ধে সরব প্রযোজক বিপুল শাহ বলেন, কেরালা রাজ্যের বিরুদ্ধে ছবিতে কিছুই দেখানো হয়নি। এখানে টার্গেট জঙ্গিরা, মুসলিমরা নয়। তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ছবি দেখার অনুরোধ করেন। পরিচালক সুদীপ্ত বলছেন মাসের পর মাস পড়াশুনা করার পর এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে তাই না জেনে অকারনে বিতর্ক বাড়িয়ে ছবির ক্ষতি করা কখনোই উচিত নয়। নির্যাতিতাদের সঙ্গে কথা বলি এই ছবির প্রতিটি দৃশ্যপট নির্বাচন করা হয়েছে বলে মত সুদীপ্তর। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা। বিতর্কে জেরে বয়কট গ্রুপের মধ্যে পড়বে না তো নতুন ছবি, আশঙ্কায় সিনেমা বিশেষজ্ঞরা।

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...