আসানসোলে ‘পাঠান’ শাহরুখ! হিরোকে দেখে চমকে গেলেন ফ্যানেরা

এই মিউজিয়ামে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসুরও মূর্তি আছে। তবে আট থেকে আশির ভিড় টানছেন 'পাঠান' শাহরুখ খান।

কয়েকদিন আগেই জানা গেছিল কাশ্মীরে শুটিং করছেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিন্তু এর মাঝে হঠাৎ করে জানা গেল এবার বাংলায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কী ব্যাপার? প্রিয় তারকার খবর পাওয়া মাত্রই উপচে পড়া ভিড় আসানসোলে (Asansole)। সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়েই ‘পাঠান’ খানকে দেখতে হাজির মা, লাঠি হাতে কিং খানকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন আশি বছরের বৃদ্ধ। কিন্তু ‘পাঠান’ শাহরুখ খানকে দেখেই চমকে উঠলেন সবাই। আসলে তিনি বাস্তবে নন, আসানসোলে এসেছেন মোমের মূর্তি (Wax Statue) হয়ে।

বিদেশে তো আগেই ছিল এবার বাংলায় শাহরুখ খানের মোমের মূর্তি। আসানসোলের মহশিলায় ওয়াক্স মিউজিয়ামে (Wax Museum) জায়গা করেছেন কিং। সেখানেই তৈরি ‘পাঠান’ শাহরুখের মোমের মূর্তি। প্রায় সাড়ে চার বছর পর বলিউডে (Bollywod) কামব্যাক করেছেন বাদশা। চলতি বছরের প্রথম মাসেই মুক্তি পায় শাহরুখ, দীপিকা, জন অভিনীত ‘ পাঠান ‘। এরপর দেশ জুড়ে শুধুই কিং ক্যারিশমা। পাঠান ম্যাজিকে এক মাসে হাজার কোটির রেকর্ড গড়েছে বলিউড। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন শাহরুখ। সেই পাঠানি মেজাজকেই মোমের মূ্র্তির রূপ দিয়েছেন শিল্পী সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। প্রায় দুমাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে। শিল্পীর মেয়ে পোশাক পরিকল্পনা করেছেন। এই মিউজিয়ামে অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসুরও মূর্তি আছে। তবে আট থেকে আশির ভিড় টানছেন ‘পাঠান’ শাহরুখ খান।