Sunday, August 24, 2025

রবীন্দ্র জয়ন্তীতে শাহি-বচন শুনবে কে! বঙ্গে বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক সভা

Date:

Share post:

বাংলার সংস্কৃতি, বাঙালির সেন্টিমেন্টকে ধরতে মরিয়া গেরুয়া শিবির। ঠিক ছিল রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু এবার সেই সফর ঘিরে অনিশ্চয়তা। রবীন্দ্রজয়ন্তীর সময় রাজনৈতিক সভায় লোকের আদৌ আগ্রহ থাকবে কি না, তা নিয়ে সংশয়ে বঙ্গ বিজেপি (BJP)। ফলে দোলাচলে শাহের বঙ্গ সফর।

কথা ছিল রবীন্দ্র জয়ন্তীর আগেরদিন ২ দিনের সফরে বাংলায় আসবেন অমিত শাহ। রাজনৈতিক সভার পাশাপাশি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ৮ মে সন্ধেয় মুর্শিদাবাদে (Murshidabad) সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সন্ধেয় সায়ান্স সিটি অডিটোরিয়ামে ‘আমাদের রবীন্দ্রনাথ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক বিজেপি সমর্থিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর তৈরি। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার কথা ঋতুপর্ণা সেনগুপ্তর। এছাড়াও তনুশ্রী শংকর, সোমলতা আচার্যের থাকার কথা। কিন্তু রবীন্দ্র-সন্ধ্যায় শাহি বক্তৃতা শুনতে আদৌ আমজনতার আগ্রহ থাকবে? তা নিয়ে চিন্তায় বঙ্গ-বিজেপি। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফর ঘিরে ধোঁয়াশা। বিজেপি সূত্রে খবর, বাংলায় এলেও এলেও রাজনৈতিক সভা করবেন না অমিত শাহ। শুধুমাত্র বাংলায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। আবার পুরোপুরি বাতিল হতে পারে শাহি সফর। এর আগে পয়লা বৈশাখের সময় বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। সেখানে বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলায় তাঁর বিরুদ্ধে বিপুল সমালোচনা হয়।

জনসংযোগ যাত্রায় বাংলার কোণায় কোণায় যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর যেখানেই যাচ্ছেন সেখানে উপচে পড়ছে ভিড়। কার্যত জনস্রোতে ভাসতে ভাসতে এগিয়ে চলেছেন তিনি। এই পরিস্থিতিতে অমিত শাহের সভায় ভিড় টানার বিষয়ে একেবারেই আত্মবিশ্বাসী নন বঙ্গ বিজেপি নেতৃত্ব। শাহও বুঝেছেন বাঙালি রবীন্দ্র জয়ন্তী ছেড়ে তাঁর ‘সুনার বাংলা’ গড়ার ভ্রান্ত আশ্বাস দেওয়া ভাষণ শুনতে কেউ যাবে না। বাংলার সংস্কৃতির সঙ্গে যাঁর দূর দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই, রবীন্দ্রজয়ন্তীর সভায় এসে তিনি কী বলবেন! ফলে এই বঙ্গসফর বাতিলের রাস্তাতেই হাঁটতে পারেন শাহ।


 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...