Saturday, November 8, 2025

কংগ্রেস শুধু ‘গালির রাজনীতি’ করে: শেষ লগ্নের প্রচারে কর্নাটকে আক্রমণাত্মক মোদি

Date:

Share post:

আগামী ১০ মে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election)। দক্ষিনের এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে জোর কদমে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। বুধবার শেষ লগ্নের প্রচারে নেমে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে কড়া ভাষায় কংগ্রেসকে(Congress) আক্রমণ শানালেন তিনি। জানালেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়।”

বুধবার কর্নাটকের উত্তর কন্নড় জেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিরোধীরা শুধু গালির রাজনীতি করে। ওরা আমাদের হারাতে পারে না তাই গালি দেয়। কিন্তু কর্নাটকের মানুষ এই গালির রাজনীতিকে খারিজ করে দিয়েছে। এবং রাজ্যবাসী আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে শিক্ষা দেবে। আমরা কর্নাটককে দেশের একনম্বর রাজ্য বানাবো। যার জন্য আপনাদের বিজেপিকে ভোট দিতে হবে।”

একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “দশকের পর দশক ধরে কুশাসন চালিয়ে কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। যার জেরে এখন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস আজও কর্নাটকের সব প্রকল্পে ৮০ শতাংশ কমিসন খেতে তৈরি হয়ে বসে রয়েছে। ৪ কোটি ২০ লক্ষ ভুয়ো গ্রাহককে কংগ্রেসকে রেশন দিয়েছে, ৪ কোটি ভুয়ো গ্রাহককে গ্যাসের সাবসিডি দিয়েছে, মহিলা কল্যানের নামে ১ কোটি ভুয়ো ব্যক্তিকে টাকা পাঠানো হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। রাজ্যের আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস। সব সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা হয়েছে। কংগ্রেস দেশের প্রতিটি কোণায় সরকারি কাগজপত্রে প্রায় ১০ কোটি ভুয়ো নাম রেখেছিল। তারা যে টাকা পাবে তা কোথায় যাবে? এই টাকা কংগ্রেসের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিবাজ নেতাদের পকেটে যাচ্ছে।”

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...