Friday, January 2, 2026

বৃষ্টির কারণে ভেস্তে গেল চেন্নাই-লখনউ ম্যাচ

Date:

Share post:

চলতি আইপিএলে বুধবারই প্রথম বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেল। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচটি বাতিল হওয়ায় উভয় দলই পেল ১ পয়েন্ট করে।

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া কেএল রাহুলের অভাব স্পষ্ট বোঝা গেল লখনউ দলে।টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাহুলের অনুপস্থিতির সুযোগ যে চেন্নাই দল সহজে হাতছাড়া করবে না তা জানাই ছিল। ফলে নির্ধারিত ২০ ওভারের বদলে ম্যাচ বন্ধ হয়ে যায় ১৯.২ ওভারে। তখন লখনউ দলের রান ছিল সাত উইকেটে ১২৫।রাহুল না থাকাতে বুধবার লখনউ দলের ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে আসেন মায়ার্স ও মনন ভোরা। মাত্র ২৪ রান যোগ করেই দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান থাকসেনা ও মঈন আলি। ব্যর্থ হন ক্রুণাল পাণ্ডিয়া ও মাইকেল স্টেইনস এবং করণ শর্মরা। এখানেই লখনউ দলের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটা ভেঙে তছনছ করে দেন চেন্নাই বোলাররা। প্রথমে মঈন আলি এবং পরে ধীরে ধীরে থাকসেনা, রবীন্দ্র জাদেজা, পাথিয়ারানারা যেন ত্রাস হয়ে ওঠেন লখনউ-এর বিপক্ষে।

চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে সেইভাবে নজর কাড়তে ব্যর্থ হচ্ছেন নিকোলাস পুরাণ। ব্যাট হাতে একটি ম্যাচ ছাড়া বাকি সবকটি ম্যাচেই ব্যর্থ নিকোলাস। বুধবারের ম্যাচেও যেখানে রাহুলের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব নেওয়ার কথা সেই ম্যাচেও হতাশ করলেন তিনি। লখনউ দলের হয়ে একমাত্র অর্ধ্বশতরান পূর্ণ করলেন আনকোরা আয়ুস বাদানি। তাঁর অর্ধ্বশতরানের দৌলিতেই লখনউ দল পার করল ১০০ রানের গণ্ডি। শেষ পর্যন্ত কেএল রাহুলের দলকে হারের মুখ দেখতে হল না বরুণদেবের কৃপায়। ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৩ নম্বর স্থান থেকে ২ নম্বরে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। আর রাজস্থানকে টপকে ধোনির দল উঠে এল ৩ নম্বর স্থানে।

 

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...