Wednesday, November 5, 2025

প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে শুধুমাত্র মহিলারাই! কেন্দ্রীয় সিদ্ধান্তে শুরু বিত.র্ক  

Date:

Share post:

আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কর্তব্য পথের কুজকাওয়াজে (Parade) শুধুমাত্র মহিলাদেরই (Womens) দেখতে পাওয়া যাবে। এবছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহিলারাই মার্চ করবেন। পাশাপাশি ট্যাবলোতেও (Tableau) শুধুমাত্র তাঁরাই থাকবেন। শুধু তাই নয়, অন্য সব পারফরম্যান্সে অংশগ্রহণ করতে দেখা যাবে মহিলাদেরই। দেশের মহিলাদের উৎসাহিত করতেই এমন পদক্ষেপ কেন্দ্রের মোদি সরকারের। তবে কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, মুখে শুধু নারী স্বতন্ত্রের কথা বললেও মহিলাদের জন্য আদপে কিছুই করেনি মোদি সরকার। দেশের একাধিক জায়গায় মহিলাদের উপর হিংসার ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিশ্চুপ। আর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহিলাদের অগ্রাধিকার দিয়ে কী বোঝানোর চেষ্টা করছে মোদি সরকার? তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। অন্যদিকে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই বিষয়টি মাথায় রেখেই মোদি সরকারের মহিলাদের মন জয়ের চেষ্টা কী না তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

তবে ইতিমধ্যে এই মর্মে দেশের সেনাবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক (Central Defence Ministry)। মার্চ পাস্ট, মিলিটারি ব্যান্ড এবং ট্যাবলোয় কেবলমাত্র মহিলারাই প্রতিনিধিত্ব করবেন বলে সেই চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এমন চিঠি পেয়ে অবাক হয়েছেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারি মহলেও শুরু হয়েছে দ্বিধা। অনেকের মতে, দেশের সেনাবাহিনীতে এই বিশাল সংখ্যক মহিলা নেই যাতে কর্তব্যপথে শুধুমাত্র মহিলাদেরই দেখতে পাওয়া যাবে। বর্তমান ব্যবস্থায় পুরুষ ও মহিলা উভয়ই কুজকাওয়াজে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, দেশের সেনাবাহিনীতে মহিলাদের বিভিন্ন কম্যান্ডিং পদে নিযুক্ত করা হয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ। এমনকি ভারতের সশস্ত্র সেনাবাহিনীতেও তাঁরা রয়েছেন। জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি একটি বৈঠকে প্রজাতন্ত্র দিবসে মহিলাদের অংশগ্রহণ নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...