Tuesday, August 26, 2025

রবীন্দ্রনাথ নিয়ে পেট্রাপোল সীমান্তে শাহর মন্তব্যকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রবীন্দ্রজয়ন্তীতে বঙ্গ সফরে এসে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মঙ্গলবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানের পর বেলায় বনগাঁর পেট্রাপোল সীমান্তে একটি অনুষ্ঠানে যান তিনি।আর সেখানেই দাবি করেন তিনি যে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা!এরপরই এআইটিসির তরফ থেকে টুইট করে তাঁর এই মন্তব্যের কটাক্ষ করে লেখা হয়,আরেকবার বিজেপি প্রমাণ করল তাদের নেতারা দেশের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। বরং ইতিহাস জানার পরিবর্তে এটি সংশোধন করার জন্য বেশি সময় ব্যয় করেন।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান অর্জন করেছেন।” এরপর ভারত-বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ‘কার্গো’ দ্বারের উদ্বোধন করে অমিত শাহ বলেন, “ল্যান্ড পোর্ট অথিরিট অব ইন্ডিয়া ২০১৬-১৭ আর্থিক বর্ষে ১৮,০০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে। এখন তা ৩০,০০০ কোটি টাকার গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে।” পেট্রাপোল সীমান্তে যাত্রীদের পরিসংখ্যান তুলে দিয়ে তিনি আরও বলেন, “২০২২-২৩ সালে ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। প্রতিদিন ১১,০০০ যাত্রীর আগমন হয়েছে। দ্বিতীয় কার্গো গেট তৈরি হওয়ায় এই যাতায়াত আরও সুগম হবে।”

আজ, মঙ্গলবার দু’ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্দরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এরপরই শাহ বিএসএফের পক্ষে সওয়াল করেন।ইতিমধ্যেই বিএসএফকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ইডির চার্জশিটে সরাসরি বিএসএফ–কে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের একাংশের সহযোগিতায় গরুপাচার সম্ভব হয়েছে বলে মনে করে ইডি।তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিএসএফের পক্ষে সওয়াল।

 

 

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...