Saturday, August 23, 2025

প্রাইমারি শিক্ষক নিয়োগে পর্ষদের ভূমিকায় অ.সন্তোষ ‘সুপ্রিম’ বিচারপতিদের

Date:

Share post:

বুধবার থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) শুরু হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আর সওয়াল জবাব শুরুর প্রথম দিনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদলত। এদিন বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলার শুনানি চলে। শুনানি চলাকালীন পর্ষদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত মেনে নেন প্রাথমিকে অ্যাসিট্যান্ট টিচার (Assistant Teacher) নিয়োগে অনিয়ম হয়েছে।

পাশাপাশি টেটের দুই উর্দু পরীক্ষার্থী কীভাবে বাংলায় অতিরিক্ত নম্বর পেলেন এবং তার জেরে কীভাবে বাংলা স্কুলে শিক্ষকের চাকরি পেলেন এদিন পর্ষদের আইনজীবীকে এমনই প্রশ্ন করেন বিচারপতিরা। আর সেই প্রশ্নের জবাবে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত স্বীকার করে নেন, “এটা ভুল হয়েছে। ২৭০ জনের মধ্যে দুজনকে যদি ভুল করে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তাদের বাদ দিয়ে দেওয়া হোক। তদন্ত চলছে, সত্য প্রকাশ পাবে।”

উল্লেখ্য, ইতিমধ্যেই শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI) ৷ সেখানে বেআইনি আর্থিক লেনদেন নিয়ে একটি শব্দও লেখা হয়নি ৷ তাহলে দুর্নীতির অভিযোগে চাকরি খারিজ করা হল কী করে? এদিন সুপ্রিম কোর্টে এমনই প্রশ্ন তুলেছেন চাকরি খোয়ানো ব্যক্তিদের আইনজীবী৷ তিনি আরও প্রশ্ন করেন, যে ওএমআর শিটে গরমিলের অভিযোগে ২৭০ জনের চাকরি খারিজ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, সেই ওএমআর শিটের ভিত্তিতে কিভাবে ১৮৬ জনকে চাকরিতে বহাল করা হল? বৃহস্পতিবারও এই মামলার শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও শুধাংশু ধুলিয়ার বেঞ্চে। বাগ কমিটির রিপোর্ট সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্ট।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...