Sunday, January 11, 2026

কংগ্রেস নাকি বিজেপি, কর্নাটকে ত্রিশঙ্কু ফল হলে কার সঙ্গে হাত মেলাবে দেবেগৌড়ার দল?

Date:

Share post:

কর্নাটকের বিধানসভা ভোটের পর বুথফেরত সমীক্ষাগুলির যে ফলাফল প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দিয়েছে। আর সেই ত্রিশঙ্কুর পূর্বাভাসে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জনতা দল (সেকুলার) বা জেডিএসের ভূমিকা। এই পরিস্থিতিতে দেবগৌড়ার দল জানিয়েছে, সম্ভাব্য ত্রিশঙ্কু বিধানসভায় তাঁরা কী করবেন, তা নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তাঁদের দল।

আরও পড়ুন:পুর নিয়োগ দু.র্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল বিচারপতি সিনহার

শনিবার (১৩ মে) কর্নাটকের ভোট গণনার দিন। দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে রাজ্যে আগামী পাঁচবছরের জন্য কারা সরকার গড়বে? অধিকাংশ নির্বাচনী ভোট সমীক্ষা বলছে, ২০১৮ বিধানসভা নির্বাচনের মতো এবারের ফলাফলও ত্রিশঙ্কু হবে।সেবারে অনেক কম শক্তি থাকা সত্ত্বেও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়ার ছেলে কুমারস্বামী। এবারেও কি তিনি তেমন কোনও পরিকল্পনা করে রেখেছেন? জেডিএস সূত্রের দাবি, কুমারস্বামী (HD Kumarswamy) এখন বেঙ্গালুরুতে নেই। তিনি চিকিৎসা করাতে গিয়েছেন বিদেশে। কিন্তু, তাঁর অনুপস্থিতিতেই বিজেপি এবং কংগ্রেস, দু’দলের তরফেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেডিএসের বর্ষীয়ান নেতা তানবীর আহমেদের দাবি, “দুটি সর্বভারতীয় দলই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েও ফেলেছি কাকে সমর্থন করা হবে। তবে সেটা জানানো হবে সঠিক সময়েই।”
প্রসঙ্গত, এ বারের বিধানসভা ভোটে কর্নাটকের ২২৪টি আসনের মধ্যে ২১২টি আসনেই প্রার্থী দিয়েছে জেডিএস। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে দেবগৌড়ার দলের লক্ষ্য হল, নাগামঙ্গল, রামনগর, হাসান, মান্ডিয়া, মাইসুরু, টুমকুরের মতো ভোক্কালিগা অধ্যুষিত জেলাগুলি থেকে অন্তত ৩০টি আসন সংগ্রহ করে সম্ভাব্য ত্রিশঙ্কু বিধানসভায় ‘কিংমেকার’ হওয়া। কয়েকেটি বুথ ফেরত সমীক্ষা বলছে, দেবগৌড়ার দলের লক্ষ্যপূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এবং বিজেপির তুমুল লড়াইয়ের মধ্যেই দক্ষিণ কর্নাটকের ‘পুরনো মাইসুরু’ এলাকায় নিজের ভোক্কালিগা জনগোষ্ঠীর ভোটব্যাঙ্ক অনেকটাই অক্ষত রাখতে পারবেন তিনি।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...