Sunday, May 11, 2025

কয়েক ঘণ্টা পরেই রাঘব-পরিণীতির আংটিবদল ! সকালেই দেশে এলেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

পাত্র পাত্রী মুখে কুলুপ আঁটলেও বলিউডে বিয়ের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। লুকোচুরি সরিয়ে আপ নেতা রাঘব চাড্ডা আর বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া (Raghav Chadda & Parineeti Chopra Engagement) অফিসিয়ালি বাগদান সারতে চলেছেন। এনগেজমেন্ট অনুষ্ঠানের জন্য আলোয় সেজে উঠেছে বান্দ্রায় পরিণীতির বাসভবন। দিল্লিতেও রাঘবের সরকারি বাসভবনে একই দৃশ্য। আজ শনিবার নয়াদিল্লির কাপুরথলা হাউসে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করতে চলেছেন রাঘব-পরিণীতি৷ শিখ রীতির প্রার্থনা আদ্রস দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে৷ নিজের বোন পরিণীতি চোপড়ার জীবনের গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত থাকতে চলেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

১৩ মে অর্থাৎ পরিণীতি-রাঘব একসঙ্গে পথচলার দিনের সূচনায় সকালেই ভাইরাল প্রিয়াঙ্কা। মার্কিন মুলুক থেকে ক্যাজুয়াল আউটফিটে প্রিয়াঙ্কা ভারতে পা রেখেছেন।যদিও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যায়নি তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) ও কন্যা মালতী (Malati)মেরি চোপড়াকে। এনগেজমেন্ট অনুষ্ঠানের থিম রাখা হয়েছে বলিউড। আমন্ত্রিতদের প্যাস্টেল রঙের পোশাকেই হাজির হতে অনুরোধ করা হয়েছে। বিকেল ৫ টায় শুরু হবে আংটি বদলের অনুষ্ঠান। রাঘব চাড্ডা পরবেন ডিজাইনার পবন সচদেবের ডিজাইন করা অচকন ও পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ড্রেস।

সূত্রের খবর এই হাই প্রোফাইল বাগদানের অতিথি তালিকাও চমকে দেওয়ার মতো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসছেন বলে জানা যাচ্ছে। করণ জোহরকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তিনি নন, অতিথি তালিকায় রয়েছেন মনীশ মালহোত্রাও। সানিয়া মির্জাকেও পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গেছে। ১৫০ জন তারকা উপস্থিত থাকবে বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...