Wednesday, January 14, 2026

কর্ণাটকে বিরাট মার্জিনে জয় হিজাব নিষেধাজ্ঞা বিরোধিতার মুখ কংগ্রেসের ফতিমা

Date:

Share post:

২০২৪ লোকসভা ভোটের আগে দেশজুড়ে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া। বিগত ৫ বছরে ১৫টি রাজ্যে হারতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলকে। এবার দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক থেকেও ক্ষমতাচ্যুত বিজেপি। কন্নড়ভূমে মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন। হারতে হয়েছে ১১জন মন্ত্রী তথা হেভিওয়েট নেতাকে। মোদি-শাহ কর্নাটক ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের মতো কার্যত ডেইলি পাসেঞ্জারি করেও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ। উধাও মোদি ঝড়, বরং দেশজুড়ে ‘নো ভোট টু বিজেপি’ এখন জনপ্রিয়।

এবার কর্ণাটকে অন্যতম ইস্যু ছিল হিজাব নিষেধাজ্ঞা। বিজেপি সরকারের মন্ত্রী বিসি নাগেশ ছিলেন হোতা। তিনিও গো-হারা হেরেছেন। এবারের নির্বাচনে হিজাব ইস্যু যে বড় ভূমিকা নিতে পারে তেমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের ফতিমা শেখ বিজেপির চন্দ্রকান্ত বি পাতিলকে হারিয়ে কর্ণাটক বিধানসভায় একমাত্র মুসলিম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরোধী আন্দোলনের মুখ ছিলেন।

হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন ফতিমা সামনে থেকে বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, এই নিষেধাজ্ঞা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শিক্ষার অধিকারকে অস্বীকার করা হচ্ছে। এবারের ভোটে তিনি ছিলেন কংগ্রেসের ৮ মুসলিম প্রার্থীর অন্যতম। শেষ পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি ভোট একা পেয়ে বাজিমাত করেছেন ফতিমা।

উল্লেখ্য, কর্ণাটক সরকার গত বছর ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল।

 

 

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...