Saturday, May 3, 2025

কর্নাটকের পর রামজন্মভূমিতেও ‘ভরাডুবি’ বিজেপির! যোগীরাজ্যে বড় জয় মুসলিম যুবকের

Date:

Share post:

একেই কর্নাটকেv(Karnataka) ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। শনিবার দিনভর দলের খারাপ ফলের পর্যালোচনা করেছেন গেরুয়া শিবিরের হাইকম্যান্ড। কিন্তু বিজেপির পরাজয়ের সেই ধারা অব্যহত রইল। এবার রাম জন্মভূমি অযোধ্যার (Ayodhya) পুরভোটে (Municipal Election) একটি ওয়ার্ডে বিপুল ব্যবধানে জিতলেন এক মুসলিম যুবক। তাঁর নাম সুলতান আনসারি (Sultan Ansari)। তিনি অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে নির্দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে সম্প্রীতির আবহ।

শনিবারই ঘোষণা হয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পুরভোটের ফলাফল। ৬০ আসনের অযোধ্যা পুরসভা দখল নিয়েছে বিজপি। পদ্ম শিবির জিতেছে ২৭টি ওয়ার্ডে। বিরোধী সমাজবাদী পার্টি (Samajwadi Party) জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তারই একটি রাম অভিরাম দাস ওয়ার্ড। যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুলতান। ফল ঘোষণার পর সুলতান বলেন, সুলতান যোগ করেন, ‘‘আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। যত দূর জানি, আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার বাসিন্দা। ভোটে লড়ার ইচ্ছের কথা প্রথম যখন আমার হিন্দু বন্ধুদের জানাই, তাঁরা সমস্বরে আমাকে সমর্থন করে। ওরাই আমার হয়ে খেটেছে। এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের তথা সৌভ্রাতৃত্বের সেরা উদাহরণ হতে পারে।”

তবে রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম ভোটের সংখ্যা খুবই কম। সেখানে হিন্দু ভোট ৩,৮৪৪টি এবং মুসলিম ভোট কেবলমাত্র ৪৪০। জয়ী সুলতান একাই পেয়েছেন প্রদত্ত ভোটের ৪২ শতাংশ। মোট ৯৯৬টি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি। তিনি পেয়েছেন ৪৪২টি ভোট। বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন।

 

 

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...