Monday, January 19, 2026

প্রদেশ চেয়ারম্যান! রাজ্য কংগ্রেসের সংগঠনে বাইরনকে অধীরের সমান্তরাল পদ?

Date:

Share post:

এবার কি তাহলে কোপ পড়ল অধীর চৌধুরীর ঘাড়ে? প্রদেশ কংগ্রেসে কি অধীরের গুরুত্ব কমতে চলেছে? রাজ্য সংগঠনে সমান্তরাল পদ তৈরি হয়েছে? অধীরের ক্ষমতা খর্ব করতে সেই পদে বসানো হচ্ছে তাঁরই জেলা মুর্শিদাবাদের সাগরদিঘির নব নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাসকে? গত কয়েক ঘন্টা ধরে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত ইস্যু এটাই।

বিষয়টি ঠিক কী? সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। এমন একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! গতকাল, মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখতে পাওয়া যায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে রয়েছেন অধীর চৌধুরী, চেয়ারপার্সন পদ সৃষ্টি করে সেখান বসানো হয়েছে বাইরন বিশ্বাসকে।

বিভিন্ন সংবাদ মাধ্যমও খবরটি চাউর করে। এমন খবরে নড়েচড়ে বসে প্রদেশ কংগ্রেস নেতারা। বিভিন্ন সংবাদ মাধ্যমকে বাইরন বিশ্বাস প্রতিক্রিয়া দিতে থাকেন। তিনি বলেন, “জানতে পারলাম আমাকে প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। কিন্তু এব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আমি হাতে পাইনি। তেমন কোনও পদ পেলে আমি নিশ্চয় গর্বিবোধ করবো। দল নিশ্চয় আমাকে যোগ্য মনে করেছে। তাই যেমন দায়িত্ব দেবে তেমন কাজ করব।”

যদিও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয় বাইরন বিশ্বাসকে প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন পদে বসানো হয়নি। এমনকী তিনি দলে এখনও কোনও পদাধিকারী নন। দলে এমন কোনও নতুন পদ তৈরিও হয়নি।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বলে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য উইকিপিডিয়া পেজের একটি অংশ। প্রদেশ কংগ্রেস কমিটির এক নেতার কথায়, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে উইকিপিডিয়া পেজে এডিট অপশন ব্যবহার করে বাইরন বিশ্বাসকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারপার্সন পদে বসানোর ভুয়ো তথ্যটি দিয়েছে। এ বিষয়ে অবশ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

spot_img

Related articles

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...

নন্দীগ্রামে ‘অভিষেক ম্যাজিক’! সমবায় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি

শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামে ফের একবার ঘাসফুল শিবিরের দাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রেশ কাটতে না কাটতেই...

কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়! ১৫ দিনেই ২০ লক্ষ বাংলার বাড়ির টাকা: অভিষেক

দিল্লির বঞ্চনা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়, এবার নিজস্ব শক্তিতেই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেবে রাজ্য...

ফের মিথ্যাচার! ‘প্রচারমন্ত্রী’ মোদির মুখে কোন উন্নয়নের বুলি? কড়া জবাব তৃণমূলের

ফের মিথ্যাচার। এবার সিঙ্গুরে দাঁড়িয়ে। ‘প্রচারমন্ত্রী’ নরেন্দ্র মোদির মুখে ‘উন্নয়নে’র বুলি। কোন উন্নয়নের বুলি আওড়াচ্ছেন তিনি? দিল্লিতে বিষাক্ত...