Wednesday, January 7, 2026

কিডনি বেচে হলেও হনুমান মন্দির গড়ব: বললেন মুসলিম কংগ্রেস বিধায়কের

Date:

Share post:

কর্নাটকে(Karnataka) বিপুল জয়ের পর ঝাড়খণ্ডের(Jharkhand) মুসলিম কংগ্রেস বিধায়ক(MLA) ঘোষণা করে দিলেন কিডনি বেচে হলেও দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়ব। কংগ্রেস(Congress) বিধায়ক ইরফান আনসারির(Irfan Ansari) দাবি, কর্নাটকে বিপুল জয়ের পর ভগবান হনুমানের(Lord Hanuman) প্রতি তাঁর ভক্তি আরও বেড়েছে। তাই জামতাড়ায় দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়বেন তিনি। তার জন্য দরকার পড়লে নিজের কিডনিও বিক্রি করে দিতে রাজি তিনি।

মুসলিম হয়েও হনুমান মন্দির গড়ার ইচ্ছা প্রসঙ্গে ইরফান আনসারি বলেন, “বরাবরই আমি ভগবান হনুমানের ভক্ত। তবে কর্ণাটকে এমন বিরাট সাফল্যের পর আমার বিশ্বাস আরও বেড়েছে। সেই জন্য মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির হবে এটাই।” তবে কর্নাটক জয়ে সাফল্য উদযাপন করলেও কংগ্রেস অবশ্য দুরত্ব বাড়িয়েছে ইরফানের সঙ্গে। কারণ গত বছর ঝাড়খণ্ডে জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধে। এরপর কংগ্রেস সাসপেন্ড করে ইরফানকে। ফলে কর্নাটকে কংগ্রেসের সাফল্যে ইরফানের এই বাড়াবাড়ি উদযাপন আসলে শীর্ষ নেতৃত্বকে খুশি করার প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০২২ সালে ঝাড়খণ্ডে জেএমএমের জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তিন বিধায়কের বিরুদ্ধে। সেই কংগ্রেস বিধায়কের তালিকায় নাম ছিল ইরফানেরও। কলকাতা থেকে টাকা সমেত ধরা পড়েন তাঁরা। মোট ৪৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় তিন বিধায়কের থেকে। এই অভিযোগ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নির্বাসিত করা হয় তিন কংগ্রেস বিধায়ককে।

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...