Wednesday, August 27, 2025

হরিশ মুখার্জি রোডে গ্রুপ-‘ডি’ চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি! সরব কুণাল

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে শহিদ মিনার থেকে বুধবার কালীঘাট থানা পর্যন্ত মিছিল করলেন গ্রুপ ডি-র  চাকরিপ্রার্থীরা।হ্যারিকেন নিয়ে তাঁদের মিছিলে ছিলেন ন্যাড়া মাথার স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। যদিও তাঁদের হরিশ মুখার্জি রোডে মিছিল করার অনুমতি দেয়নি আদালত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে গতকালই তা জানিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যে রাজাশেখর মান্থা হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দেন তাকে আর যাই হোক নিরপেক্ষ বিচারপতি বলা যায় না।কারণ, হরিশ মুখার্জি রোডটা কখনও ট্রাডিশনাল মিছিলের জায়গা নয়। সেখানে একদিকে দমকলের কেন্দ্র আছে, অন্যপ্রান্তে আছে এসএসকেএম হাসপাতাল। দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, অ্যাম্বুলেন্স আসে অনবরত।সেই রাস্তা আটকে সরকার বিরোধী মিছিল যাবে। সেই মিছিলের অনুমতি দেন বিচারপতি মান্থা এবং ডিভিশন বেঞ্চ সেই অনুমতি বাতিল করে, তাঁকে আর যাই হোক নিরপেক্ষ বলে মনে করি না।

প্রসঙ্গত,গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা বুধবার হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আর্জিতে সাড়া দিয়ে, সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, বুধবার সন্ধে ৬টায়, হ্যারিকেন নিয়ে ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে পারবেন। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে হবে। দুটো লাইনে মিছিল যাবে।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্য শোনার পর নির্দেশ দেয়, হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে, আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে হবে। কালীঘাট থানার আগে ব্যারিকেড পর্যন্ত মিছিল করা যাবে। দু’লাইনে নয়, এক লাইনে আন্দোলনকারীদের হাঁটতে হবে।

 

spot_img

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...