Saturday, January 17, 2026

প্রথমবার চড়েছি, তাই নিয়ম জানতাম না! বিমানে বিড়ি খেয়ে সোজা শ্রীঘরে যাত্রী

Date:

Share post:

বিড়িরসিকরা বলে থাকেন ‘বিড়ি হল স্বর্গের সিঁড়ি’। কিন্তু সেই বিড়িতেই সুখটান দিতে গিয়ে হল বিপত্তি! সোজা ঠাঁই হল শ্রীঘরে। বিমানযাত্রায় বিড়ি খেয়ে এখন শ্রীঘরে ঠাঁই পেয়েছেন রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা এম প্রবীণ কুমার।

বিমানের মধ্যে মদ্যপ ব্যক্তির তাণ্ডব থেকে শুরু করে সহ যাত্রীর গায়ে প্রস্রাব, বিমানের শৌচালয়ে ধূমপান একাধিক অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মাঝ আকাশে। অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন। হাজতবাস করেছেন। তবে এই প্রথম বিমানে বিড়ি খাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে রাজস্থানের পালি জেলার মারওয়ার জংশন এলাকার বাসিন্দা এম প্রবীণ কুমার। নির্মাণশিল্পে কাজকর্ম করেন। তাঁরই এক আত্মীয়কে নিয়ে এয়ারের বিমানে বেঙ্গালুরু আসছিলেন প্রবীণ। কিন্তু মাঝ আকাশেই বিড়ি খেতে গিয়েই হল বিপত্তি।

আরও পড়ুন- স্ত্রীর বান্ধবীর নামেও ফ্ল্যাট শান্তিপ্রসাদের! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

বেঙ্গালুরুতে বিমান অবতরণ করতেই সেখানে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যাত্রীকে। কিন্তু, হাতে হাতকড়া পড়তেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আজব যুক্তি দেন প্রবীণ কুমার। রীতিমতো থতমত খেয়ে তিনি জানান, প্রথমবারের জন্য বিমানে সওয়ার হয়েছেন তিনি। তাই আকাশপথে ধূমপান করা যায় না, তা তিনি জানতেনই না। ট্রেনের শৌচাগারে গিয়ে নিয়মিত ধূমপান করতে অভ্যস্ত প্রবীণ। তাই অভ্যাসবশতই বিমানের শৌচাগারে গিয়েও বিড়ি জ্বালিয়ে ফেলেন। তাঁর ধারণাও ছিল না বিমানের ক্ষেত্রে ধূমপানের নিয়মে এত কড়াকড়ি রয়েছে। তাঁর যুক্তি শুনে অবাক সংশ্লিষ্ট আধিকারিকরা।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...