Monday, November 10, 2025

ফের দুর্ঘটনা, জাজপুরে চার ঘণ্টা ঠায় দাঁড়িয়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

গোপাল দেবনাথ (বন্দে ভারত ট্রেনের যাত্রী)

যাত্রা শুরু হতে না হতেই বিপত্তির মুখে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস । জানা গিয়েছে, পুরী থেকে রওনা হয়ে হাওড়া আসার পথে বিকট আওয়াজ করে থমকে গেল ট্রেনটি। প্রাকৃতিক দুর্যোগে ওভারহেড তারে গাছ পড়ায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। চার ঘণ্টা হতে চলল,এখনও দাঁড়িয়ে আছে  হাওড়া মুখী বন্দে ভারত। সন্ধ্যে হয়ে যাওয়ায় ট্রেন জুড়ে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের চার্জও প্রায় শেষ হতে বসেছে অধিকাংশ যাত্রীর।

ওই ট্রেনেরই যাত্রী বেলেঘাটার গোপাল দেবনাথ বলেন, এখন পুরো অন্ধকার হয়ে গিয়েছে। ওড়িশার জাজপুরের কাছে একটি ব্রিজের উপর থেমে যায় ট্রেনটি।গোপালবাবু জানিয়েছেন, ওই এলাকায় এখনও ঝড় বৃষ্টি চলছে। আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস। পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ফাটল ধরেছে। আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে গিয়েছে। ফলে অন্ধকারে  শিশুরা রীতিমতো আতঙ্কে কান্না জুড়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০ মে  শনিবার থেকেই হাওড়া পুরী রুটে যাত্রী পরিবহন শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস।শনিবার কাপলিং খুলে বিপত্তি ঘটেছিল। রবিবার বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পরই বন্দে ভারত এক্সপ্রেস একটা বিকট শব্দ হয়। প্রবল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে পড়ে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন।গোপালবাবু জানান, সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের বাঁ-দিকের একটি করে জানালাতেও চিড় ধরেছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ, যে তৎপরতার সঙ্গে যাত্রীদের উদ্ধার করার ব্যবস্থা করা উচিৎ ছিল রেলের তার বিন্দুমাত্র দেখা যায়নি।প্যান্টো গ্রাফ সারানো হচ্ছে বলে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ।তিনি জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস থমকে গেলেও কোনও যাত্রীর চোট-আঘাত লাগেনি। প্রত্যেকেই সুস্থ আছেন। তবে আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে তাঁরা বাড়ি ফিরবেন, সেটাই কুলকিনারা করতে পারছেন না।বন্দে ভারতের বিভিন্ন পরিষেবা যেহেতু ‘অটোমেটিক’, তাই ট্রেনের দরজা খুলছে না। শৌচাগারেও সমস্যা হচ্ছে।সব মিলিয়ে রেলের দিকে তাকিয়ে আছেন যাত্রীরা।

spot_img

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...