Thursday, November 13, 2025

সাভারকরের জন্মতিথিতে নতুন সংসদের উদ্বোধন! মোদির সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষুব্ধ বিরোধীরা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের নতুন সংসদ ভবন উদ্বোধনের (New Parliament Bhawan Inauguration) দিন যত এগোচ্ছে ততই বাড়ছে বিতর্ক। নতুন সংসদ উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা আগেভাগেই হয়েছে। আর এবার বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়লেন নরেন্দ্র মোদি। কেন্দ্র সাফ জানিয়েছে, আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। আগামী ২৬ মে কেন্দ্রের মোদি সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিল, নিজের সরকারের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ওইদিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন মোদি। কিন্তু পরে জানা যায়, নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সাভারকরের (Savarkar) জন্মতিথিকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। ২৮ জুন বীর সাভারকরের জন্মতিথি। আর যা প্রকাশ্যে আসতেই কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মহত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ডঃ বি আর আম্বেদকারের মতো মানুষ থাকা সত্ত্বেও কেন সাভারকারকে বেছে নিল কেন্দ্র? তা নিয়েই উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই নতুন সংসদ ভবনের অন্দরসজ্জার ছবি প্রকাশ করা হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে। সেই সংসদ উদ্বোধন নিয়েই যত বিতর্ক। তবে বিরোধীরা প্রশ্ন তুলছেন, নতুন সংসদের উদ্বোধন অবশ্যই রাষ্ট্রপতির করা উচিত, প্রধানমন্ত্রীর নয়। বিরোধীদের বক্তব্য, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারের আলোয় আসতে এমন করছেন। আর সেকারণেই দূরে সরিয়ে রাখা হচ্ছে রাষ্ট্রপতিকেও (President)।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইটারে লেখেন, “আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠাতা পিতা ও মাতাদের অপমান করা হয়েছে। গান্ধী, নেহেরু, প্যাটেল, বোস সবাইকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। প্রত্যাখ্যান করা হয়েছে ডক্টর আম্বেদকরকেও।

 

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...