Thursday, January 1, 2026

অ-বিজেপি রাজ্যে শাসকদলকে এজেন্সি দিয়ে হেন.স্থা করছে কেন্দ্র: একযোগে তো.প মমতা-কেজরিওয়ালের

Date:

Share post:

নবান্নে এক অন্যরকমের সাংবাদিক বৈঠকে। মঙ্গলবার, একসারিতে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর সেই বৈঠক থেকেই মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি গিয়ে অবিজেপি রাজ্যের শাসকদলকে হেনস্থার অভিযোগ তুললেন তাঁরা। মমতা অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল সিবিআই (CBI)।

দুই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, সিবিআই আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয়। তখন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাঁকুড়াতে ছিলেন অভিষেক। মমতার অভিযোগ, সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, “এখনই নোটিশ নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়!”

কেজরিওয়াল অভিযোগ করেন, যে সব জায়গায় বিজেপি নেই, সেই সব রাজ্যে ইডি-সিবিআই দিয়ে নেতাদের বিরুদ্ধে মামলা করতে শুরু করেছে কেন্দ্র। তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে টানটে টানতে আদালতে উপস্থিত করা হয়। অথচ কেজরিওয়ালের কথায় সিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এটা একজন মন্ত্রীর পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে মত কেজরিওয়ালের।

আরও পড়ুন- বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে পুলিশ সুপাররা

বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে। এজেন্সিকে ভরসা করে সরকার সরকার চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সব অবিজেপি দলকে একযোগ মোদি সরকারে বিরোধিতা করে আগামী লোকসভায় তাদের হারানোর ডাক দেন তিন মুখ্যমন্ত্রী।

 

 

 

spot_img

Related articles

JDF-র তহবিলের নামে দুর্নীতি! চিঠি লিখে সভাপতির পদ ছাড়লেন অনিকেত

আর জি করের তরুণী-চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তারদের একাংশ গড়ে তুলেছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট (JDF)। কিন্তু ন্যায়বিচারের...

বছরের প্রথম দিনেই ঈশ্বর দর্শন স্মৃতিদের, কোন মন্দিরে গেলেন বিশ্বকাপজয়ীরা?

পরিবারের সঙ্গে যখন নতুন বছরের সূচনা করলেন বিরাট-ধোনিরা তখন মহিলা ক্রিকেটারর ইংরেজি নববর্ষের সূচনা করলেন একটু অন্যভাবে। উজ্জয়িনীর...

নেমে পড়েছি, মাঠ জুড়ে খেলব: শাহ-শমীক সাক্ষাতের পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দিলীপের, নাম না করে খোঁচা শুভেন্দুকে

ভোট আসতেই ফের দিলীপ ঘোষকে প্রয়োজন পড়েছে বঙ্গ বিজেপির (BJP)। মাস খানেক আগেও যিনি মোদির সভায় ডাক পাননি,...

চুমু খেয়ে বর্ষবরণে মেতে উঠলেন রাজ শুভশ্রী

এর আগেও ঠোঁটে ঠোঁট রেখেছেন রাজ শুভশ্রী। ২০২৬-টাও শুরু করলেন সেই ভাবেই। দেশ থেকে বিদেশ নতুন বছরকে স্বাগত...