Saturday, December 27, 2025

ফের সমপ্রেমী বিবাহের সাক্ষী থাকলো মহানগরী

Date:

Share post:

সমপ্রেমী বিবাহের স্বীকৃতি আদৌ সম্ভব কি না, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরগরম গোটা দেশ। একের পর এক শুনানিতেও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। কিন্তু, ভালোবাসার টানে সেই সমস্ত আইন কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়ে করলেন মৌসুমী ও মৌমিতা। মহানগরী সাক্ষী থাকল এক সমপ্রেমী বিবাহের।

শহরের ভূতনাথ মন্দিরে রবিবার মধ্যরাতে চারহাত এক হল মৌসুমী দত্ত এবং মৌমিতা মজুমদারের। হলুদ পাঞ্জাবি এবং টোপড় পরে মন্দিরে বিয়ে করতে পৌঁছন বছর ১৯-এর মৌমিতা। কনের সাজে লাল বেনারসী পরে তাঁর জন্য অপেক্ষায় ছিলেন মৌসুমী। আড়ম্বর ছিল না ঠিকই, তবে মৌসুমীর সিঁথি সিঁদূরে রাঙিয়ে দেন মৌমিতা। মালাবদলও করেন।

সমাজের চোখরাঙানি দূরে সরিয়ে রেখে মা কালীর সামনেই আজীবন একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করেন এই সমপ্রেমী যুগল।
জানা গিয়েছে, বনগাঁর বাসিন্দা বছর ১৯এর মৌমিতা মজুমদারের সঙ্গে কয়েকমাস আগেই ইনস্টাগ্রামে আলাপ হয় কলকাতার বছর ২৫-এর মৌসুমী দত্তর। নিয়মিত ফোনে এবং ফেসবুকে কথাবার্তা শুরু হয় তাঁদের। এরপর একদিন হঠাৎ করেই মৌসুমীকে বিয়ের প্রস্তাব দেন মৌমিতা।
তিনি জানিয়েছেন, সমাজ কী ভাববে তা ভাবিনি। মৌসুমীকে ভালোবাসতাম আর সেটাই ওকে বলেছিলাম। দু’জনেই এরপর সিদ্ধান্ত নিই বিয়ে করব। তাই আমি কলকাতায় এসেছি। সমপ্রেমী বিয়ে নিয়ে কে কী বলল, তাতে কিছু যায় আসে না। যতদিন বাঁচব মৌসুমীকে বুকে আগলে রাখব।
মৌসুমী দত্ত জানান, ভালোবেসে বিয়ে করেছি আমরা। আইন স্বীকৃতি না দিলেও একসঙ্গেই থাকব। যদি আদালত লিভ ইন রিলেশনকে স্বীকৃতি দিতে পারে, তবে সমপ্রেমীদের বিয়ের অনুমতি কেন মিলবে না?
জানা গিয়েছে, অল্পবয়সে বিয়ে হয়েছিল মৌসুমীর। তিনি ডিভোর্সি। তাঁর ১১ এবং সাত বছরের দুই সন্তানও রয়েছে। মৌসুমী বলেন, দুই সন্তানের দায়িত্ব আমারই। আমার বাপের বাড়িতে ওরা মানুষ হচ্ছে।
পরিবার না মানলেও সামাজিক ছুৎমার্গ এড়িয়ে একে অপরকে ছেড়ে যাবেন না তাঁরা, এমনই অঙ্গীকার সমপ্রেমী যুগলের।

spot_img

Related articles

ইউনিফায়েড ল্যান্ড জিআইএস: ভূমি দফতরের কাজে ডিজিটাল রূপান্তরের পথে রাজ্য 

রাজ্যের ভূমি দফতরের কাজকে আরও স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন চালুর উদ্যোগ...

SIR ঘিরে বিতর্ক! প্রবীণদের হয়রানির অভিযোগে কমিশন-বিজেপিকে তোপ কুণালের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে পরিকল্পিত ‘অত্যাচার’ চালাচ্ছে কমিশন। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি প্রবীণ নাগরিকদের...

ডবল ইঞ্জিন সরকারকে পিছনে ফেলে গড় মাসিক বেতনে এগিয়ে বাংলা

উন্নয়নের বড়াই করা ডবল ইঞ্জিন সরকারের মুখে ঝামা ঘষে গড় মাসিক আয়ের নিরিখে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ (West...

এসআইআরের নামে আসলে টার্গেট বাংলা! চার রাজ্যের তুলনা টেনে প্রশ্নবাণ অভিষেকের

এসআইআরের নামে আসলে টার্গেট বাংলা! এ-রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপির ষড়যন্ত্র কতদূর যেতে পারে, তার উদাহারণ হল...