আগামী বছর এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বছরে মার্চে পরীক্ষা শুরু হলেও আগামী বছরে ফেব্রুয়ারি মাসেই শুরু হবে পরীক্ষা বলে জানয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি এও বলেন এবার থেকে পরীক্ষা সকাল ১০টার বদলে শুরু হবে বেলা ১২টা থেকে।
আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট!পাশের হার ৮৯.২৫%

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছরের পরীক্ষার সময় সূচি জানিয়ে দিল সংসদ।
পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্যবার পরীক্ষা শুরু হত বেলা ১০টায়। এবার পরীক্ষা শুরুর সময় বদল হচ্ছে। শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে ৩টে ১৫ মিনিটে।রইল পূর্ণাঙ্গ সূচিও-
১৬ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১৭ ফেব্রুয়ারি- ভোকেশনাল বিষয়
১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
২০ ফেব্রুয়ারি- অর্থনীতি
২১ ফেব্রুয়ারি- পদার্থবিদ্যা/পুষ্টিবিজ্ঞান/শিক্ষাবিজ্ঞান/অ্য়াকাউন্ট্যাসি
