প্রকাশিত এবছরের উচ্চমাধ্যমিকের। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্যোশাল মিডিয়ায় শুভচ্ছা জানিয়ে পোস্ট করেন তাঁরা।

বুধবার বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছরে মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে মেয়েরাই। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

এরপরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক”

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।
— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2023
টুইট করে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রীও। তিনি লেখেন,
“আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।”

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।
— Bratya Basu (@basu_bratya) May 24, 2023
চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। এবার প্রায় সাড়ে ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেন। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
