Friday, November 7, 2025

ফের কুনো উদ্যানে চিতার মৃ.ত্যু! বন্যপ্রাণ নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র? উঠছে প্রশ্ন

Date:

Share post:

দেড় মাসে এই নিয়ে চতুর্থবার খবরের শিরোনামে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)। আর প্রতিক্ষেত্রেই শিরোনামে উঠে আসার কারণটা এক। নামিবিয়া (Namibia) থেকে আনা চিতার (Cheetah) মৃত্যু। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। পার্থক্য একটাই, আগের চিতাগুলি ছিল পূর্ণবয়স্ক, এবারে মৃত্যু হয়েছে চিতা শাবকের। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে মৃত শাবকের জন্ম ভারতেই হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ডিহাইড্রেশন-সহ একাধিক শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু । ফের কাঠগড়ায় কেন্দ্র সরকার।

কিছুদিন আগেই চিতাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই অভয়ারণ্যে চিতার থাকার পর্যাপ্ত জায়গা নেই। এরপরই কেন্দ্রকে বিকল্প চিন্তা ভাবনা করার বিষয়টি মাথায় রাখতে বলেছিল দেশের শীর্ষ আদালত।গত বছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল মহিলা চিতা ‘জ্বলা’ কে। গত মার্চ মাসে সে ৪টি শাবকের জন্ম দেয় বলে জানিয়েছিল উদ্যান কর্তৃপক্ষ। সেই চারজনের মধ্যে থেকেই একটি চিতা মঙ্গলবার মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শরীরের জলের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ায় সব চেষ্টা করেও শাবকটিকে বাঁচানো যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীরা তীব্র আক্রমণ করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government)। নিজের জন্মদিনের নাম কেনার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী চিতা আনার যে নাটক করেছিলেন, আসলে সেই পরিকল্পনার যে কোনও বাস্তব ভিত্তি ছিলই না, পরপর চিতার মৃত্যুতে তা আবার স্পষ্ট হল দেশবাসীর কাছে।

 

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...