Sunday, August 24, 2025

ফের কুনো উদ্যানে চিতার মৃ.ত্যু! বন্যপ্রাণ নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র? উঠছে প্রশ্ন

Date:

Share post:

দেড় মাসে এই নিয়ে চতুর্থবার খবরের শিরোনামে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)। আর প্রতিক্ষেত্রেই শিরোনামে উঠে আসার কারণটা এক। নামিবিয়া (Namibia) থেকে আনা চিতার (Cheetah) মৃত্যু। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। পার্থক্য একটাই, আগের চিতাগুলি ছিল পূর্ণবয়স্ক, এবারে মৃত্যু হয়েছে চিতা শাবকের। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে মৃত শাবকের জন্ম ভারতেই হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ডিহাইড্রেশন-সহ একাধিক শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু । ফের কাঠগড়ায় কেন্দ্র সরকার।

কিছুদিন আগেই চিতাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই অভয়ারণ্যে চিতার থাকার পর্যাপ্ত জায়গা নেই। এরপরই কেন্দ্রকে বিকল্প চিন্তা ভাবনা করার বিষয়টি মাথায় রাখতে বলেছিল দেশের শীর্ষ আদালত।গত বছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল মহিলা চিতা ‘জ্বলা’ কে। গত মার্চ মাসে সে ৪টি শাবকের জন্ম দেয় বলে জানিয়েছিল উদ্যান কর্তৃপক্ষ। সেই চারজনের মধ্যে থেকেই একটি চিতা মঙ্গলবার মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শরীরের জলের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ায় সব চেষ্টা করেও শাবকটিকে বাঁচানো যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীরা তীব্র আক্রমণ করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government)। নিজের জন্মদিনের নাম কেনার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী চিতা আনার যে নাটক করেছিলেন, আসলে সেই পরিকল্পনার যে কোনও বাস্তব ভিত্তি ছিলই না, পরপর চিতার মৃত্যুতে তা আবার স্পষ্ট হল দেশবাসীর কাছে।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...