উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam results) ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কৃতি ছাত্র-ছাত্রীদের সাফল্যের উন্মাদনা চোখে পড়ার মতো। মেধা তালিকার স্থান পাওয়া পড়ুয়াদের বাড়ির লোক থেকে শুরু করে আত্মীয় এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণ খুশি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক(HS Exam)। টেলিপাড়ায় এ বছর দুই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন।অনন্যা গুহ ও সোহম বসু চৌধুরী(Ananya Guha and Soham Basu Chowdhury)। ব্যস্ত শিডিউল সামলে পড়াশোনা করে কেমন রেজাল্ট করলেন তাঁরা? কলা বিভাগ (Arts) নিয়ে পড়াশোনা করেছেন অনন্যা ও সোহম। গতকাল ফলাফল প্রকাশের পর দেখা গেল অনন্যা পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। অন্যদিকে সোহম পেয়েছেন ৮৫ শতাংশ।

দুজনেই সোশ্যাল মিডিয়ায় (Social media) বেশ সক্রিয়। ফলাফলের খবর প্রকাশ পেতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।কাজ সামলে তাঁরা যে এত ভাল রেজাল্ট করেছেন তাতে অবাক সবাই। আপাতত দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ভবিষ্যতে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁরা।
