Sunday, August 24, 2025

মালদহের পরে শালবনি: নবজোয়ারের মঞ্চে ফের একসাথে মমতা-অভিষেক, শনিবার এগরায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মালদহের পর এবার পশ্চিম মেদিনীপুরে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার, দুপুরে শালবনির সভায় যোগ দেবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার পুরুলিয়ায় জনসংযোগ যাত্রা করে ঝাড়গ্রাম যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে (Salboni) ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জনসভা। আর সেখানে একমঞ্চে থাকবেন মমতা, অভিষেক। তার আগে এগরার বিস্ফোরণস্থলে যাবেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন স্বজনহারা পরিবারের সঙ্গে।

শনিবার, প্রথমে এগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন। যেতে পারেন ঘটনাস্থলেও। এরপর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শালবনি। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’-এ (Trinamoole Nabajawar) অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। নীতি আয়োগের বৈঠক রয়েছে শনিবার। আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ওই বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয় না। সবার শেষে আসে West Bengal। সুতরাং এই নিষ্ফলা বৈঠকে যোগ দেওয়ায় অর্থহীন। পরে জানা যায়, ওই বৈঠকে বয়কট করেছেন মমতা। রবিবার, নয়া সংসদ ভবনের উদ্বোধন। সেখানে রাষ্ট্রপতি নন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগেই সেই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল। দেশের প্রথম মহিলা দলিত রাষ্ট্রপতিকে চরম অপমান মোদি সরকারে। তার প্রতিবাদে আদিবাসী অধ্যুষিত শালবনিতে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখ, অভাব-অভিযোগ শুনবেন বাংলার মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে একসঙ্গে মমতা-অভিষেক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে কেন্দ্রকে বার্তা বলেই মত রাজনৈতিক মহলের।

 

 

 

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...