Thursday, November 13, 2025

তাপমাত্রা সহায়ক নীল রঙের পিচ রাস্তা! পথ দেখাচ্ছে রায়না

Date:

Share post:

এমন দৃশ্য কখনও দেখেছেন ? নীল রঙের পিচ রাস্তা! রাস্তার দুপাশে সবুজ গাছের সারি। আচমকা দেখে মনে হবে, রং তুলি দিয়ে নিজের মনের মতো করে রাস্তাকে রাঙিয়ে তুলেছেন কোনও চিত্রশিল্পী। কিন্তু না, বাস্তবে এমনই তাক লাগানো ঘটনা ঘটেছে বর্ধমানের রায়নায়।
পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমনই রাস্তা। জেলা প্রশাসনের দাবি, দেশে প্রথমবার এধরনের রাস্তা তৈরি হল। এমন রাস্তা প্রথম তৈরি করেছিল আরবের দেশ কাতার। এ রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তার উদ্বোধন করেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে রাজ্যে আগেও রাস্তা তৈরি হয়েছে। কিন্তু খণ্ডঘোষের এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং দেওয়া হয়েছে।
রায়না-২ ব্লকের বিডিও অনিশা যশ বলেছেন, নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি টেকসই হবে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে। কালো পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়। পিচ গলে যায়।  এক্ষেত্রে সেই সুযোগ কম। জল জমার প্রবণতাও থাকবে না। দূষণও কম হবে।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখানে এই প্রক্রিয়া সফল হলে অন্যান্য এলাকাতেও এধরনের রাস্তা তৈরি করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে  টেকসই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আসলে বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরিতে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞানীদের মতে, একটি কালো বা বাদামি রঙের রাস্তার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির বেশি হয়। নানা সমীক্ষায় উঠে এসেছে যে, কালো রং সবচেয়ে বেশি তাপ আকর্ষণ করে। এই কারণে রাস্তার পাশে গাছ না থাকলে কালো রাস্তার তাপমাত্রা আরও বেড়ে যায়। তাই বিশ্বে প্রথম কাতার তার রাস্তাগুলিকে নীল রঙে পরিবর্তন করে তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি কমানোর চেষ্টা করছে। সেই পথে এবার হাঁটলো পূর্ব বর্ধমানের রায়না।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...