ফের বাড়ছে কো*ভিড, ৬ কোটি মানুষের আ*ক্রান্ত হওয়ার আশ*ঙ্কা

নতুন করে আশঙ্কা বাড়ছে, ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী এবার চিনে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। কোভিডের উপরূপ এক্সবিবি (XBB Varient)যেভাবে দাপট দেখাতে শুরু করেছে তাতে আগামী জুন মাসে সংক্রমণ দ্রুত ঊর্ধ্বমুখী হবে। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে প্রায় ছ’কোটির বেশি মানুষ আক্রান্ত হবেন বলে ইঙ্গিত করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Experts)।

এক্সবিবি ওমিক্রন উপরূপের সঙ্গে লড়াইয়ে পরীক্ষামূলক ভাবে দুটি নতুন টিকা চালু হয়েছে। চিন কোভিড নিয়ে জিরো টলারেন্স নীতি থেকে বেরিয়ে আসার পর থেকেই সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু। খুব তাড়াতাড়ি আরও তিন চারটে টিকা অনুমোদন পাবে বলে সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।

 

Previous articleতাপমাত্রা সহায়ক নীল রঙের পিচ রাস্তা! পথ দেখাচ্ছে রায়না
Next article৯ সাল ৯ সওয়াল: বর্ষপূর্তিতে মোদি সরকারকে তুলোধনা কংগ্রেসের