Wednesday, November 12, 2025

কুস্তিগিরদের হেন.স্থার তীব্র নিন্দা মমতার, অবিলম্বে মুক্তির দাবিতে টুইট

Date:

Share post:

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই তার সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কুস্তিগিরদের (Wrestler)। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ (Polic)। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী কুস্তিগিররাও। টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের টানা হেঁচড়া করেছে, তার তীব্র নিন্দা করছি। দেশের চ্যাম্পিয়নদের এইভাবে হেনস্থা হওয়া আমাদের লজ্জা। গণতন্ত্রের ভিত্তি হল সহনশীলতা। বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না একনায়কতান্ত্রিক শক্তি, তাদের জায়গাও দেয় না। অবিলম্বে ওদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ওদের সঙ্গেই আছি।“
গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তিগিররা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দিয়েছিলেন। আগাম সতর্কতা হিসেবে গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। জায়গায় জায়গায় হয় ব্যারিকেড। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়। পুলিশ অনুমতি না দিলেও, কুস্তিগিররা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে ধস্তাধস্তি বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’

 

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...