Saturday, August 23, 2025

মাঝ আকাশে বিপত্তি! জরুরি অবতরণ বায়ু সেনার অ্যাপাচে হেলিকপ্টারের

Date:

Share post:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। যার জেরে জরুরি অবতরণ(Emargency Landing) করতে হল বায়ুসেনার(Air Force) অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টারকে(Apache Helicopter)। সোমবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(MadhyaPradesh) ভিন্ড এলাকায়। প্রযুক্তিগত সমস্যার দুর্ঘটনার মুখে পড়া হেলিকপ্টারটিকে তড়িঘড়ি অবতরণ করানোয় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।

বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রুটিন উড়ানের সময় আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ‘Apache AH-64’-এ যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। বাধ্য হয়ে একটি ময়দানে চপারটিকে নামিয়ে দেন তিনি। তবে এই ঘটনায় কেউ জখম হননি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বায়ুসেনার উদ্ধারকারী দল। দ্রুত মেরামত শেষ করে চপারটিতে রওনা করা হবে। উল্লেখ্য, বায়ুসেনার এই হেলিকপ্টার বিশ্বের সবচেয়ে আধুনিক হেলিকপ্টারের মধ্যে একটি। বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলি। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লংবো ফায়ার কন্ট্রোল রাডার। মুহূর্তের মধ্যে শত্রু শিবিরকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই কপ্টারকে ‘ট্যাঙ্ক কিলার’ও বলা হয়। ২২টি অ্যাপাচে কপ্টার কেনা নিয়ে মার্কিন সরকার ও বোয়িংয়ের সঙ্গে ভারত সরকারের কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালে ভারতের হাতে আসে অ্যাপাচে।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...